ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উত্তরায় সড়ক দুর্ঘটনা

চলে গেলেন ‘মিলু ভাই’ ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

প্রকাশিত: ০৮:২৫, ২৫ ডিসেম্বর ২০১৫

চলে গেলেন ‘মিলু ভাই’ ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

স্পোর্টস রিপোর্টার ॥ বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ মির্জা ফরিদ আহমেদ মিলু (৭০) আর নেই। বৃস্পতিবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সবার প্রিয় ‘মিলু ভাই’ ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই কন্যা রেখে গেছেন। বাংলাদেশ হকি ফেডারেশন সূত্রে জানা গেছে, বিকেলে উত্তরায় রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। দেড় ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশ বরেণ্য এই সংগঠকের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে। ১৯৫৮ থেকে স্বাধীনতার আগ পর্যন্ত তিনি প্রথম শ্রেণীর হকি খেলোয়াড় ছিলেন। মাঠ মাতিয়েছেন সুনামের সঙ্গে। ১৯৭৫ থেকে ৮১ সাল পর্যন্ত বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালনের মধ্য দিয়ে সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে ১৯৮৪ থেকে ৮৮ পর্যন্ত হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন ’মিলু ভাই’। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ -সভাপতি। হকিতে নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে তিনি পেয়েছেন বিএসজেএ ও বিএসপির বর্ষসেরা পুরস্কার। খেলোয়াড়, সংগঠক ছাড়াও বাংলাদেশ হকি দলের ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন মানিগঞ্জে জন্মগ্রহণকারী মির্জা ফরিদ মিলু। সন্তানরা সবাই আমেরিকা প্রবাসী। তারা দেশে ফেরার পর দাফনকার্য সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
×