ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চার বছরের জন্য নিষিদ্ধ কুশল পেরেরা

প্রকাশিত: ১৯:০৪, ২৬ ডিসেম্বর ২০১৫

চার বছরের জন্য নিষিদ্ধ কুশল পেরেরা

অনলাইন ডেস্ক ॥ ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় শ্রীলঙ্কার উইকেটকিপার ব্যাটসম্যান কুশল জেনিথ পেরেরাকে চার বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। চলতি মাসেই কাতারে ডোপ পরীক্ষায় (বি স্যাম্পল) তিনি ধরা পড়েছিলেন। তবে আইসিসির বার্তা পাওয়ার পর শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকেরা এর বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন। আইসিসির সিদ্ধান্তে আশ্চর্য হয়ে তিনি বলেছেন, ‘আইসিসি আমাদের জানিয়েছে কুশল পেরেরাকে চার বছরের জন্য নির্বাসিত করা হয়েছে। তবে আমরা এর বিরুদ্ধে আবেদন জানাব। কারণ আমরা তাকে হারাতে চাই না, তার জন্য যা যা করার তা আমরা করব।’ পেরেরার পক্ষে সাফাই গেয়ে তিনি বলেছেন, ‘সে পায়ের ব্যথার কারণে কিছু ওষুধ নিয়েছিল।’ অবশ্য এর আগেই শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের বিপক্ষের ওয়ানডে সিরিজ থেকে বাদ দিয়েছিল পেরেরাকে। ২০১১ সালের বিশ্বকাপের সময়ও শ্রীলঙ্কার বাঁহাতি ব্যাটসম্যান উপল থারাঙ্গা একই অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন।
×