ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দাউদকান্দি পৌরসভা নির্বাচনে ১৫টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

প্রকাশিত: ১৯:৩৪, ২৬ ডিসেম্বর ২০১৫

দাউদকান্দি পৌরসভা নির্বাচনে ১৫টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি ॥ দাউদকান্দি পৌরসভা নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ আসাদুজ্জামান জানান, পৌরসভার ১৫টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃংঙ্খলা বাহিনী। নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে প্রতিটি ভোট কেন্দ্রে আনসার ও পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি, স্টাইকিং ফোর্স, ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেটের টহল জোরদার থাকবে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে না পারে সে জন্য আইনশৃংঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। দাউদকান্দি পৌরসভা নির্বাচনে ১৫টি ভোট কেন্দ্র ও ১টি অস্থায়ী ভোট কেন্দ্রের ৮৯টি বুথে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫ শত ২৪ জন, এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৬ শত ৬২ জন ও মহিলা ভোটার ১৩ হাজার ৮ শত ৬৫ জন। এবার পৌরসভা নির্বাচনে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা বেশী।
×