ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে পাথরখনিতে ধস ॥ অর্ধশত নিহতের শঙ্কা

প্রকাশিত: ১৯:৪৩, ২৬ ডিসেম্বর ২০১৫

মিয়ানমারে পাথরখনিতে ধস ॥ অর্ধশত নিহতের শঙ্কা

অনলাইন ডেস্ক ॥ মিয়ানমারের একটি জেড পাথরের খনি এলাকায় ভূমিধসে কমপক্ষে ৫০জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকালে দেশটির উত্তরাঞ্চলীয় কোচিন প্রদেশের পাকান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাকান্তের একজন কর্মকর্তা বার্তা বলেন, ‘উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। আমরা মৃতদেহগুলোর সন্ধান করছি। তবে কতজন মারা গেছে, তা বলতে পারছি না।’ মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত কোচিন প্রদেশের খনিসমৃদ্ধ এলাকা পাকান্ত। অঞ্চলটিতে বিশ্বের সবচেয়ে ভালো মানের সবুজ জেড পাথর পাওয়া যায়। প্রতিবেশী চীনে ওই পাথরগুলোর ব্যাপক কদর। চীনাদের কাছে ‘সবুজ স্বর্গ’ হিসেবে পরিচিত এ পাথর বিক্রি করে কোটি ডলার আয় করে মিয়ানমার। গত মাসে পাকান্তে ভয়াবহ ভূমিধসে ১০০ জনের বেশি মানুষ নিহত হন। এ ছাড়া বছরজুড়ে ছোট ছোট ভূমিধসে আরো অনেকেই নিহত হন বলে জানিয়েছেন স্থানীয়রা।
×