ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৬৭ কোটি টাকার চিনি অবিক্রিত রেখেই দর্শনা চিনিকলের মাড়াই কার্যক্রম উদ্ধোধন

প্রকাশিত: ২১:৩৪, ২৬ ডিসেম্বর ২০১৫

৬৭ কোটি টাকার চিনি অবিক্রিত রেখেই দর্শনা চিনিকলের মাড়াই কার্যক্রম উদ্ধোধন

সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা ॥ ৬৭ কোটি টাকার চিনি অবিক্রিত রেখেই দর্শনা কেরুজ চিনিকলের ২০১৫-১৬ আখ মাড়াই মরসুম উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় চিনিকলটি মাড়াই মোরসুম উদ্ভোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কেরুজ ব্যবস্থাপনা পরিচালক এ বি এম আরশাদ আলী সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ । বরাবরের মতো চলতি মরসুমে যাতে মিলটিকে যান্ত্রীক ক্রুটির কবলে না পড়তে হয় সে জন্য ৪৬ কোটি টাকা ব্যায়ে আধুনিকায়ন করা হয়েছে। এদিকে সময়মত মিলটি তার মাড়াই মৌসুম শুরু করতে না পারায় এলাকার আখ চাষিদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। কারণ সময় মত আখ কেটে সে সব আখের জমিতে রবি ফসলের চাষাবাদ করত চাষিরা। এ বছর তা হয়নি। ফলে একদিকে এলাকার চাষিরা যেমন ক্ষতির সম্মুখিন হয়েছে অপর দিকে আগামীতে আখ চাষ আরও হুমকির মুখে পড়বে বলে এলাকাবাসী মনে করছেন।
×