ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাড়ছে বিচারকদের বেতনও----আইন মন্ত্রী

প্রকাশিত: ২১:৪২, ২৬ ডিসেম্বর ২০১৫

 বাড়ছে বিচারকদের বেতনও----আইন মন্ত্রী

অনলিইন রিপোর্টার ॥ ‍বাড়ছে বিচারকদের বেতন-ভাতাও।সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করে বাড়ানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিব‍ার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে আইনমন্ত্রী বিচারকদের বেতন-ভাতা বাড়‍ানোর এ কথা জানিয়েছেন। তিনি বলেন, এর ফলে বিচারকরা আর্থিকভাবে যেরকম লাভবান হবেন, পাশাপাশি মর্যাদাও বাড়বে। মন্ত্রী জানান, অষ্টম পে-স্কেলের সঙ্গে সমন্বয় করে বিচারকদের বেতন ও জুডিশিয়াল ভাতা শিগগিরই ঘোষণা করা হবে । নিম্ন আদালতের বিচারকদের বেতন-ভাতা ২০১৩ সালে বাড়ানো হয়েছিল। গত অক্টোবর মাসে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মন্ত্রী-সংসদ সদস্যের পাশাপাশি উচ্চ আদালতের বেতন-ভাতা বাড়াতে খসড়া আইনে সায় দেয় মন্ত্রিসভা। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সভাপতিত্বে এই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও ছিলেন। অনুষ্ঠানে উচ্চ আদালতের বিচারপতিরাসহ নিম্ন আদালতের বিচারকরা অংশ নেন। গত ১৫ ডিসেম্বর সরকারি চাকরিজীবীদের অষ্ঠম বেতন-কাঠামোর গেজেট প্রকাশ করে সরকার। সরকারি চাকরীজীবীদের বেতন বিভিন্ন গ্রেডে ৯১ থেকে ১০১ শতাংশ পর্যন্ত বেড়েছে।
×