ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রংপুর চিনিকলের ৫৯তম আখমাড়াই মৌসুম শুরু

প্রকাশিত: ২২:৫৩, ২৬ ডিসেম্বর ২০১৫

রংপুর চিনিকলের ৫৯তম আখমাড়াই মৌসুম শুরু

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধা জেলার একমাত্র ভারিশিল্প কারখানা মহিমাগঞ্জের রংপুর চিনিকলে শুক্রবার বিকেলে ২০১৫-২০১৬ মৌসুমের আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এটি এ চিনিকলের ৫৯তম মাড়াই মৌসুম। গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ কেইন কেরিয়ারের ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে মাড়াই মৌসুমের সূচনা করেন। চলতি মৌসুমে রংপুর চিনিকল কর্তৃপক্ষ ৪৮ দিনে চিনিকলের আওতাধীন আটটি সাবজোন এলাকার ৩ হাজার ৮৮২ একর জমিতে উৎপাদিত ৬০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৬ দশমিক ৫০ শতকরা হারে আহরণ করে ৩ হাজার ৯০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করেছে। এ উপলক্ষে চিনিকল কেইন ক্যারিয়ার প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
×