ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জের মূল লড়াই হবে নৌকা-ধানের শীষে

প্রকাশিত: ২২:৫৬, ২৬ ডিসেম্বর ২০১৫

হবিগঞ্জের মূল লড়াই হবে নৌকা-ধানের শীষে

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ শুধু উন্নয়ন চাই, এ রকম পুরনো বুলি আর না, এবার চাই-সত্যিকারের যোগ্যতা সম্পন্ন সাহসী ও নিষ্ঠাবান দৃঢ় চেতা প্রগতিশীল এবং মুক্তিযুদ্ধের প্রতি আস্থাশীল অসাম্প্রদায়িক একজন মুক্তবুদ্ধি চেতনার ব্যক্তিত্ব। যিনি এই পৌরসভার মেয়র হয়ে জননিরাপত্তায় সকলের পরামর্শে সার্বিক সমস্যা সমাধানে কাজ করবেন। এমনটিই জনকন্ঠকে বলছিলেন, হবিগঞ্জ পৌরসভায় বসবাসরত শত পুরুষ-মহিলা ভোটারদের মধ্যে ৭০ থেকে ৮০ জনই। তারা এও বলছেন, এবারের আসন্ন হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা ও ধানের ছড়া প্রতীক মূল লড়াইয়ে অবতীর্ণ হবে। অন্যদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য স্থানীয় প্রশাসন বদ্ধ পরিকর। এই পৌরসভায় কাউন্সিলর প্রার্থীরাও চালিয়ে যাচ্ছেন তাদের পক্ষে বিরামহীন নির্বাচনী প্রচারনা। জেলার অন্য ৪টি পৌরসভাতেও মেয়র ও কাউন্সিলরা চালাচ্ছে একইভাবে প্রচারনা।
×