ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ৪ মেয়র প্রার্থীর লাড়াই হবে জমজমাট

প্রকাশিত: ২৩:১৫, ২৬ ডিসেম্বর ২০১৫

ঠাকুরগাঁওয়ে ৪ মেয়র প্রার্থীর লাড়াই হবে জমজমাট

নজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁও সদর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ৪ জন। আওয়ামীলীগের নৌকা মার্কা নিয়ে লড়ছেন তহমিনা আখতার মোল্লা। ধানের শীষে বিএনপির মির্জা ফয়সাল আমিন, মোবাইল ফোন প্রতীক নিয়ে ভোটের লড়াই চালাচ্ছেন আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক পৌর চেয়ারম্যান সোলায়মান আলী সরকার এবং নারিকেল গাছ নিয়ে মাঠে নেমেছেন মাহফুজুল ইসলাম। সবার লক্ষ্য বিজয়ী হওয়া। আওয়ামীলীগ প্রার্থী তহমিনা আখতার মোল্লা নৌকা প্রতীক পাওয়ায় এলাকায় সাড়া পড়ে যায়। এতে সাধারণ মানুষের মনে পৌরসভার সঠিক উন্নয়নের আশায় এক চিলতি আলোর রশ্মি জ্বলে উঠে। কিন্তু এই আলোর রশ্মি আওয়ামীলীগের কিছু ব্যবসায়ী-সুবিধাবাদি-ক্ষমতালোভী নেতা ভাল চোখে দেখছেন না। এসব নেতারা যোগ বিয়োগ অংক কষে দেখছেন, নৌকা প্রতীক নিয়ে তহমিনা আখতার মোল্লা জয়লাভ করলে তাদের ভবিষ্যত রাজনীতি বন্ধ হতে পারে। আর অন্যান্য নেতারা ভাবছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা আবারও তহমিনা আখতার মোল্লাকে মনোনয়ন প্রদান করেন তাহলে তাদের ভবিষ্যত রাজনীতি মরুভূমিতে পরিণত হবে। এ কারণে এসব নেতারা আজও নৌকা মার্কার প্রার্থীর পক্ষে গা ঝাড়া দিয়ে মাঠে নামছেন না। ফলে ধানের শীষের প্রার্থীর পক্ষে সুবাতাস প্রবাহিত হচ্ছে। নির্বাচনের এই ভরা মৌসুমে যদিও আ’লীগ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে তবুও নেতাকর্মীদের মান অভিমানের কারণে ক্ষমতাসিন জেলা আ’লীগের কার্যালয় অধিকাংশ সময় থাকছে জনশূণ্য শূনসান । অন্যদিকে বিএনপি’র কার্যালয়ে লোকারণ্যে ভরপুর থাকায় সেখানে উৎসবের আমেজ বিরাজ করছে। । ঠাকুরগাঁও পৌরসভার বর্তমান ভোটারের সংখ্যা প্রায় ৫৪ হাজার। জন সংখ্যা ১ লাখ ৩৬ হাজার, নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের চেয়ে বেশি। এ পৌরসভার ১২টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী রয়েছেন প্রায় ৮০ জন। সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ৩১ জন। নির্বাচনে প্রার্থীদের মধ্যে বিরাজ করছে শান্তিপূর্ণ অবস্থান। সর্বস্তরের মানুষ এখানে শান্তিপূর্ণ নির্বাচনের আশায় প্রহর গুণছেন ।
×