ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আবাসন খোতে অপ্রদর্শিত আয় বিেনিয়োগে স‍ুযোগ দেয়া দরকার—আনিসুল হক

প্রকাশিত: ২৩:১৯, ২৬ ডিসেম্বর ২০১৫

আবাসন খোতে অপ্রদর্শিত আয় বিেনিয়োগে স‍ুযোগ দেয়া দরকার—আনিসুল হক

অনলাইন রিপোর্টার ॥ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেন,পরিকল্পিত আবাসন গড়তে সরকারে এই খাতের দিকে নজর রাখতে হবে। আমাদের বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে।আবাসন খাতে বিনিয়োগ করার সুযোগ দিলে, দেশের টাকা দেশেই থাকবে। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) মেলার চতুর্থ দিন মেলা পরিদর্শনের এসে তিনি এসব কথা বলেন । এসময় তিনি মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং আবাসন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরে সঙ্গে কথা বলেন। সংগঠনটির সভাপতি আলমগীর শামসুল আলামিনসহ রিহ্যাবের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন আনিসুল হক বলেন, অপ্রদর্শিত অর্থ আবাসন খাতে বিনিয়োগের সুযোগ দিলে টাকা পাচার কমে আসবে। সরকারকে এইখাতে অর্থ বিনিয়োগের সুযোগের ক্ষেত্রে শিথিল হওয়া উচিত। তিনি আরও বলেন, আবাসন শিল্পে বর্তমান সময়টা ভাল যাচ্ছে না। বিভিন্ন লিংকেজ শিল্প আবাসন খাতের সঙ্গে জড়িত এ বিষয়ে সরকারকে সাহায্য করা উচিত। পরিকল্পিত আবাসন গড়ে তুলতে মেলায় অংশগ্রহণকারী আবাসন শিল্প প্রতিনিধিদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি ।
×