ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাপাহারে আদিবাসী পাড়ায় শুভ বড়দিন পালিত

প্রকাশিত: ২৩:৩২, ২৬ ডিসেম্বর ২০১৫

সাপাহারে আদিবাসী পাড়ায়  শুভ বড়দিন পালিত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ শুক্রবার সকাল ৯টায় নওগাঁর সাপাহার উপজেলার উচাডাঙ্গা গ্রামের আদিবাসী পাড়ায় খ্রীষ্টান ধর্মাবলম্বীদের উদ্যোগে যীশু খ্রীষ্টের জন্ম উৎসব উপলক্ষে শুভ বড়দিন পালিত হয়েছে। এর আগে রাত ১২টায় যীশু খ্রীষ্টের জন্ম দিনের কেক কেটে দিবসের সূচনা করা হয়। সকালে গ্রাম সংলগ্ন ইজেন জেলিকেল লুথারেন চার্চ ইন বাংলাদেশ মিশন উপাশনালয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। উক্ত অনুষ্ঠানে গির্জা পরিচালক শিমন কুজুর ও বিকালী কুজুুর শ্রোতাদের উদ্যেশ্যে পবিত্র বইবেল থেকে পাঠ করে শোনান। এসময় ওই অনুষ্ঠানে আদিবাসী পাড়ার খ্রীষ্টান ধর্মাবলম্বী প্রায় শতাধীক নারী পুরুষ উস্থিত ছিলেন। দিনের শেষে সন্ধ্যায় দিবসের তৎপর্য তুলে ধরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যীশু খৃীষ্ট প্রায় ২হাজার বছর পূর্বে ২৫ডিসেম্বর সিরিয়া প্রদেশের বেথেলহেম গ্রামে মা মেরীর গর্ভে এক গোয়াল ঘরে জন্মগ্রহণ করেন।
×