ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিল ক্লিনটনের ছেলেবেলার বাড়িতে ‘অগ্নিসংযোগ

প্রকাশিত: ২৩:৩৫, ২৬ ডিসেম্বর ২০১৫

বিল ক্লিনটনের ছেলেবেলার বাড়িতে ‘অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক ॥ মার্কিন যুক্ত রাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ছেলেবেলার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে যুক্তরাষষ্ট্রের আরকানসাসের হোপ সিটির এই বাড়িটির ভিতরের একটি ঘরের সামান্য ক্ষতি হয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানাগেছে। কর্মকর্তাদের বরাতে বিবিসি জানায়, ঘটনাস্থল থেকে আগুন ছড়িয়ে দেওয়ার উপাদান পাওয়া গেছে। দেয়ালে মারা কিছু চিকাও পরীক্ষা করে দেখা হচ্ছে। নিজের জীবনের প্রথম বছরগুলো এই বাড়িতেই কাটিয়েছিলেন বিল ক্লিনটন। ২০১১ সালে বাড়িটিকে যুক্তরাষ্ট্রের জাতীয় ঐতিহাসিক স্থাপনা হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। হোপ পুলিশ বিভাগের প্রধান জেআর উয়িলসন জানান, শুক্রবার সকালে গাড়িচালকরা প্রথম বাড়িটিতে আগুন জ্বলতে দেখেন। তারপর দমকল কর্মীরা সেখানে পৌঁছে বাড়িটির একপাশে আটফুট উঁচু আগুনের শিখা দেখতে পান। ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্বপালন করা বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট ছিলেন।
×