ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইনে ভূতাপেক্ষ কার্যকারিতা রাখার দাবি

প্রকাশিত: ০১:০৬, ২৬ ডিসেম্বর ২০১৫

আইনে ভূতাপেক্ষ কার্যকারিতা রাখার দাবি

অনলাইন রিপোর্টার ॥ একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির নেতৃবৃন্দ দাবি জানিয়েছে বলেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত বক্তব্য ঠেকাতে প্রস্তাবিত আইন প্রয়োগের ক্ষেত্রে ভূতাপেক্ষ কার্যকারিতা রাখার ব্যবস্থা করতে হবে। তা হলে এই আইন প্রণয়ন হলে পুরনো ঘটনার ক্ষেত্রেও তার প্রয়োগ করা যাবে। শনিবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির মুক্তিযুদ্ধে হতাহতদের ক্ষতিপূরণ দিতে আলাদা আইন প্রণয়ন অথবা ১৯৭৩ এর আইন সংশোধন করে একটি ধারা সংযুক্ত করারও দাবি জানান। সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, মুক্তিযোদ্ধা ফেরদৌসি প্রিয়ভাষিণীও বক্তব্য রাখেন। সূত্র জানায়, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে খালেদা জিয়ার বিতর্কিত বক্তব্যের মধ্যে স্বাধীনতা সংগ্রামকে কটাক্ষ করা ঠেকাতে আইন প্রণয়নের দাবি উঠেছে। এ ধরনের একটি আইনে খসড়া তৈরিতে আইন কমিশন হাত দেওয়ার মধ্যে ঘাতক-দালাল নির্মূল কমিটি ভূতাপেক্ষ কার্যকারিতার দাবি জানাল।
×