ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালকে জরিমানা

প্রকাশিত: ০১:২৯, ২৬ ডিসেম্বর ২০১৫

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালকে জরিমানা

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন অনিয়মের অভিযোগে এ জরিমানা করা হয়েছে। শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে র‌্যাব-২ এর একটি ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। র‌্যাব-২ এর অপারেশন অফিসার ফেরদৌসী রহমান গণমাধ্যমকে বলেন, ‘সেন্ট্রাল হাসপাতালে অভিযান চালিয়ে বিনা প্রশিক্ষণপ্রাপ্ত এক্সরে অপারেটর ও মেডিকেল টেকনোলজিস্ট পাওয়া যায়। লাইসেন্স ছাড়া ফার্মেসিতে বিদেশি ওষুধ মজুদ করছিল প্রতিষ্ঠানটি। এ ছাড়া প্যাথলজির অনেক নমুনায় সংগ্রহের তারিখ না থাকা, অপারেশর থিয়েটারে মেয়াদ ও লেবেলবিহীন ওষুধ মজুদ রাখা, বিএসটিআই’র লাইসেন্স ছাড়া খাদ্যদ্রব্য বিক্রয়সহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।’
×