ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৈয়দ শামসুল হকের ৮০তম জন্মদিনের আয়োজন

প্রকাশিত: ০৪:০৬, ২৭ ডিসেম্বর ২০১৫

সৈয়দ শামসুল হকের ৮০তম জন্মদিনের আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ বাংলা সাহিত্যের জীবন্ত কিংবদন্তি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮০তম জন্মদিন আজ রবিবার। তিনি ১৯৩৫ সালের এই দিনে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল বিচরণ গুণী এই লেখকের। তাঁর জন্মদিন উপলক্ষে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে আজ সন্ধ্যায় বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করেছে সৈয়দ হক জয়ন্তী উদ্যাপন পরিষদ। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, নাট্যজন রামেন্দু মজুমদার, সৈয়দ হাসান ইমাম, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ, গোলাম কুদ্দুছ, লিয়াকত আলী লাকী ও ড. মোহাম্মদ সামাদ। স্বাগত বক্তব্য রাখবেন সৈয়দ হক জয়ন্তী উদ্যাপন পরিষদের সদস্য সচিব আকতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জয়ন্তী উদ্যাপন পরিষদের আহ্বায়ক নাট্যজন আতাউর রহমান। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী খায়রুল আনাম শাকিল ও অদিতী মহসীন, নৃত্য পরিবেশন করবেন ওয়ার্দা রিহাব এবং আবৃত্তি করবেন হাসান আরিফ। সৈয়দ হক মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। সৈয়দ সিদ্দিক হুসাইন ও হালিমা খাতুন দম্পতির আট সন্তানের প্রথম সৈয়দ শামসুল হক। এক ছেলে ও এক মেয়ের গর্বিত জনক সৈয়দ হক ব্যক্তিজীবনে যশোরের মেয়ে প্রথিতযশা লেখিকা ডাঃ আনোয়ারা সৈয়দ হকের স্বামী। সৈয়দ শামসুল হকের প্রথম লেখা প্রকাশ হয় ১৯৫১ সালের মে মাসে। সৈয়দ হক চলচ্চিত্রের জন্যও গান রচনা করেন। ১৯৬১ সালে প্রকাশিত হয় তাঁর কাব্যগ্রন্থ একদা এক রাজ্যে। বাংলা মঞ্চ নাটকেও শক্তিমান এক পুরুষ হিসেবে নিজের লেখনীর প্রমাণ দিয়েছেন সৈয়দ হক। অগণিত পাঠকের ভালবাসার পাশাপাশি দেশের প্রায় সব প্রধান পুরস্কারই নিজের অর্জনের খাতায় জমা করেছেন তিনি। উল্লেখযোগ্য হলোÑ বাংলা একাডেমি পদক, একুশে পদক, আদমজী সাহিত্য পুরস্কার, পদাবলী কবিতা পুরস্কার, জাতীয় কবিতা পুরস্কার, স্বাধীনতা পদক প্রভৃতি।
×