ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোনাল্ডিনহোর উত্তরসূরি নেইমার!

প্রকাশিত: ০৪:৩৮, ২৭ ডিসেম্বর ২০১৫

রোনাল্ডিনহোর উত্তরসূরি নেইমার!

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রাজিলিয়ান ফুটবলের সেরা ফুটবলারদের একজন। অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। কিন্তু রোনাল্ডিনহোর শেষটা তেমন ভাল হয়নি। ৩৫ বছর বয়সী এই তারকা ফুটবলার কোন ক্লাবের সঙ্গেই নেই। প্রকৃতপক্ষে ব্রাজিলে এই সময়ের সেরা ফুটবলার বলতে কেবল নেইমারকেই এগিয়ে রাখা যায়। যিনি বার্সিলোনার হয়ে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন। তবে রোনাল্ডিনহোর বিশ্বাস, নেইমার ইতোমধ্যেই তার জায়গাটা দখল করে রেখেছে। এ বিষয়ে এক সাক্ষাতকারে সাবেক বার্সিলোনার তারকা রোনাল্ডিনহো বলেন, ‘এ বিষয়ে কোন সন্দেহ নেই যে, নেইমার ইতোমধ্যেই আমার জায়গাটা দখল করে রেখেছে। সে বেশ কয়েক বছর ধরেই দুর্দান্ত পারফর্মেন্স করছে। ব্রাজিলের উজ্জ্বল মুখ হিসেবে সে আরও কয়েক বছর মেলে ধরতে পারবে বলেই আমার বিশ্বাস।’ চলতি বছর ব্যালন ডি’অরের তিনজনের সংক্ষিপ্ত তালিকায় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে জায়গা করে নিয়েছেন নেইমার। তবে রোনাল্ডিনহোর দৃষ্টিতে তিনজনের যে কেউই পেতে পারে বর্ষসেরার পুরস্কার। এ বিষয়ে তিনি বলেন, ‘এ বছর তিনজনের যে কোন একজনই এই পুরস্কার জিততে পারে। মেসি, ক্রিশ্চিয়ানো (রোনাল্ডো) কিংবা নেইমার প্রত্যেকেই দলকে অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়েছে। তাই যে কেউই এই পুরস্কার জিততে পারে।’ এদিকে সাবেক বার্সিলোনার আরেক তারকা ফুটবলার স্যামুয়েল ইতো বলছেন, লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর যোগ্য উত্তরসূরি নেইমার। বার্সার ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার সন্দেহাতীতভাবেই বিশ্বসেরা খেলোয়াড় হবে বলে মনে করেন তিনি। গত সাত বছর ধরেই ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের খেতাবটি মেসি আর রোনাল্ডোর দখলে। এবার অষ্টমবারের পালা। বয়স বিবেচনায় কয়েক বছর পরই হয়তো মেসি-রোনাল্ডো যুগের সমাপ্তি ঘটবে! আধিপত্যের নতুন নাম হয়ে উঠবেন নেইমার। ইতোর দৃষ্টিতে কঠোর পরিশ্রম করে নিজেকে সঠিকভাবে তৈরি করতে পারলে ভবিষ্যতে নিশ্চিতভাবেই নেইমার সেরা খেলোয়াড় হবেন। এ বিষয়ে এক সাক্ষাতকারে ইতো বলেন, ‘নেইমারের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। মেসি ও রোনাল্ডোর সেরা সময় ফুরিয়ে গেলে সে নিশ্চিতভাবেই বিশ্বের এক নাম্বার খেলোয়াড়ে পরিণত হবে। তবে সবকিছুই নেইমারের ওপর নির্ভর করছে। তাকে মনে রাখতে হবে তার মধ্যে প্রতিভা আছে। তাই কঠোর পরিশ্রম করে যেতে হবে। কারণ অন্য ফুটবলারদের মাঝে তার মতো প্রতিভা নেই।’ বার্সিলোনায় ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত খেলেছেন ইতো। এ সময় তিনি আরও বলেন, ‘নেইমারের বয়স প্রায় ২৪ বছর। আমি তার চেয়ে ১০ বছরের বড়। কিন্তু সে ব্রাজিল দলের অধিনায়ক। আমি মনে করি, নেইমার যে অভিজ্ঞতা অর্জন করেছে এবং যে পরিমাণ চাপের সম্মুখীন হয়েছে তাতে করে সে ৩৫ বছর বয়সী সতীর্থকেও উপদেশ দেয়ার যোগ্যতা রাখে।’ এদিকে নেইমারের পাশাপাশি তার ক্লাব সতীর্থ মেসিরও প্রশংসা করেছেন রোনাল্ডিনহো। সাবেক ক্লাব সতীর্থের হয়ে আবারও মুখ খুললেন এই ব্রাজিলিয়ান তারকা। সরাসরি জানিয়ে দিলেন লিওনেল মেসিই এই মুহূর্তে বিশ্বসেরা ফুটবলার। লিওনেল মেসি প্রসঙ্গে রোনাল্ডিনহো বলেন, ‘মেসি বিশ্বের সেরা ফুটবলার। এর চেয়ে তার ব্যাপারে আর বেশি কিছু বলার নেই।’ স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনায় এক সাথে খেলেছেন রোনাল্ডিনহো-মেসি। আর্জেন্টাইন তারকার এখনও ভক্ত তিনি। আগে অনেকবারই মেসির গুণগান গেয়েছেন। মেসিকে এবারও বিশ্বসেরা খেলোয়াড় হিসেবে মেনে নিতেও কোন সময় লাগেনি তার। তবে মেসিকে সময়ের সেরা বললেও তার সময়ের বার্সিলোনা আর এখনকার বার্সিলোনা দলের মধ্যে তুলনা টানতে চাননি তিনি। এ বিষয়ে রোনাল্ডিনহো বলেন, ‘দুটো সম্পূর্ণ আলাদা দল। আপনি এভাবে তুলনা টানতে পারবেন না। আমি মনে করি, নিজেদের সময়ে দুটো দলই ইতিহাস গড়েছে।’
×