ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইলেকট্রনিক খেলনা থেকে সাবধান!

প্রকাশিত: ০৫:৪০, ২৭ ডিসেম্বর ২০১৫

ইলেকট্রনিক খেলনা থেকে সাবধান!

ইলেকট্রিক খেলনা শিশুদের ভাষা শিক্ষায় বিরূপ প্রভাব ফেলছে বলে মনে করছেন একদল গবেষক। নতুন এক গবেষণায় উঠে এল এমনই তথ্য? মার্কিন যুক্তরাষ্ট্রের নর্দার্ন এ্যারিজোনা ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, বই, কাঠের পাজেল আর রাবার ব্লকের মতো প্রচলিত খেলনার বদলে ইলেকট্রিক খেলনা নিয়ে যদি কোনও শিশু খেলা করে তবে সে কিছুই শিখতে পারেনা। মার্কিন সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই গবেষণার জন্য ১০ থেকে ১৬ মাস বয়সী ২৬টি শিশুকে নিয়ে গবেষকরা গবেষণা চালিয়েছে। এই শিশুদেরকে তিন ধরনের খেলনা দেয়া হয়েছিল। বৈদ্যুতিক খেলনার মধ্যে ছিল একটি বেবি ল্যাপটপ, একটি টকিং ফার্ম, আর একটি বেবি সেলফোন। প্রচলিত খেলনাগুলোর মধ্যে ছিল কাঠের পাজেল, আর ছবিসহ রাবার ব্লক। সেই সঙ্গে ছিল গৃহপালিত প্রাণীসহ বিভিন্ন বস্তুর রঙিন ছবি আছে এমন পাঁচটি বই। গবেষকরা দেখেছেন বৈদ্যুতিক খেলনা দিয়ে খেলার সময় শিশুরা অপেক্ষাকৃত কম শব্দ শিখছে। অভিভাবকদের সঙ্গে কথা বলার চেষ্টাও করছে কম। সোজা কথায় বলতে গেলে নতুন নতুন শব্দ শেখার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে থাকছে এসব শিশুরা। সূত্র: ওয়েবসাইট
×