ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় রাজশাহীতে মাদ্রাসা ছাত্র আটক

প্রকাশিত: ০৫:৪৭, ২৭ ডিসেম্বর ২০১৫

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় রাজশাহীতে মাদ্রাসা ছাত্র আটক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে পোস্ট দেয়ায় রাজশাহীর তানোরে বেলাল উদ্দীন (১৮) নামের এক মাদ্রাসা ছাত্রকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার মু-ুমালা বাজার থেকে তাকে আটক করা হয়। আটক মাদ্রাসার ছাত্র পাঁচন্দর গ্রামের বাগমারাপাড়ার আলফাজ উদ্দীনের ছেলে। সে মু-ুমালা কাসেমুল উলুম ইসলামিয়া কওমী মাদ্রাসার ছাত্র। পুলিশ জানায়, বেলাল উদ্দীন তার ফেসবুক আইডি থেকে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি করে পোস্ট করেন। সেই সঙ্গে ওই ছবিতে কমান্ড করা হয়, ‘বিদ্রোহী কন্যা প্রধানমন্ত্রীর শাসকগোষ্ঠীদের একদিন ধ্বংস করবই ইনশাআল্লাহ।’ এভাবে লিখে সে ফেসবুকে পোস্ট করেন। এ পোস্ট দেখে স্থানীয় সরকারদলীয় নেতারা তাকে ধরে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে। তানোর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুস সবুর জানান, মাদ্রাসার ছাত্র বেলালকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সাইবার ক্রাইম আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হবে। পুলিশ জানায়, প্রাথমিক পর্যায়ে সে পোস্টিং বিষয়ে পুলিশের কাছে স্বীকার করেছে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে।
×