ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মূল মার্কেটে ফেরার অপেক্ষায় ২১ কোম্পানি

প্রকাশিত: ০৫:৪৯, ২৭ ডিসেম্বর ২০১৫

মূল মার্কেটে ফেরার অপেক্ষায় ২১ কোম্পানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে মূল মার্কেটে ফেরার অপেক্ষায় রয়েছে ২১ কোম্পানি। মূল মার্কেটের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় এসব কোম্পানির প্রতি এখন নজর দিচ্ছে না বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে ওটিসি মার্কেটের যেসব কোম্পানিকে মূল মার্কেটে লেনদেন যোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে সেগুলোর তালিকা তৈরি করা হয়েছে বলে জানা গেছে। জানা যায়, ২০১৩ সালের প্রথম দিকে পুঁজিবাজারের তালিকাভুক্ত ওটিসি মার্কেটের কোম্পানিগুলোর গতি ফেরানোর উদ্যোগ নেয় নিয়ন্ত্রক সংস্থা। এ লক্ষ্যে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির সদস্যরা হলেন বিএসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ (আহ্বায়ক), নির্বাহী পরিচালক এটিএম তারিক্কুজ্জামান, নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম এবং পরিচালক মাহাবুবুল আলম (সদস্য সচিব)। এ কমিটি খসড়া তালিকাসহ ওটিসির উন্নয়নে করণীয় সম্পর্কিত একটি প্রতিবেদন তৈরি করে কমিশনে জমা দেয়। এছাড়া ডিএসই ও সিএসইর পক্ষ থেকেও বিভিন্ন মতামত নেয়া হয়। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও এ ব্যাপারে কোন চূড়ান্ত নির্দেশনা দেয়নি নিয়ন্ত্রক সংস্থা। ফলে বিএসইসির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। সিএসইর প্রস্তুতকৃত প্রতিবেদন অনুযায়ী, ৫৪ কোম্পানির মধ্যে মূল মার্কেটে লেনদেন যোগ্য বলে নির্ধারণ করা হয়েছে ২১ কোম্পানিকে। কোম্পানিগুলো হলো; তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড, এপেক্স ওয়েভিং এ্যান্ড ফিনিশিং মিলস, মুন্নু ফেব্রিক্স লিমিটেড, নিলয় সিমেন্ট এ্যান্ড ইন্ডাস্ট্রিজ লি:, ওয়ান্ডারল্যান্ড টয়েজ লি:, লেক্সো লি:, আলফা টোবাকো ম্যানুফ্যাকচারিং লি:, মিতা টেক্সটাইল লি:, আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লি:, পারফিউম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লি:, বেঙ্গল বিস্কুট লি:, গচিহাটা এ্যাকুয়াকালচার ফার্ম লি:, রাঙ্গামাটি ফুড প্রডাক্টস লি:, গালফ ফুডস লি:, এক্সেলসিয়র সুজ লি:, বিডি মনোসপুল পেপার ম্যানুফ্যাকচারিং লি:, ম্যাক এন্টারপ্রাইস লি:, ম্যাক পেপার ইন্ডাস্ট্রিজ লি:, পদ্মা প্রিন্টার্স এ্যান্ড বোর্ড মিলস লি:, সোনালী পেপার এ্যান্ড বোর্ড মিলস লি:, জাগো কর্পোরেশন লি:। এদিকে সিএসইর তালিকাভুক্ত ওটিসির ৫৪ কোম্পানির মধ্যে এই ২১ কোম্পানির তালিকা বাজারের কার্যক্রমের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। এ কার্যক্রমের মধ্যে রয়েছে নিয়মিত সাধারণ সভা, হিসাব বিবরণী দাখিল ও ডিমেট প্রক্রিয়া (ইলেক্ট্রনিক শেয়ারে রূপান্তর)। আর নিয়মিত সাধারণ সভা, হিসাব বিবরণী দাখিল ও ডিমেট প্রক্রিয়া পূর্ণাঙ্গভাবে পরিপালনের জন্য ৮ কোম্পানিকে নির্দিষ্ট করা হয়েছে। এছাড়া বাকি কোম্পানিগুলোকে সিএসইর মূল মার্কেটে লেনদেনের জন্য ইলেক্ট্রনিক শেয়ারে রূপান্তর ও নিয়মিত হিসাব বিবরণী দাখিল করতে বলা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
×