ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আবারও টাকা উত্তোলন করবে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স

প্রকাশিত: ০৫:৫০, ২৭ ডিসেম্বর ২০১৫

আবারও টাকা উত্তোলন করবে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স

অর্থনৈতিক রিপোর্টার ॥ সব বাধা পেরিয়ে আবারও পুঁজিবাজার থেকে টাকা উত্তোলনে আসছে মেঘনা গ্রুপের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স। প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে (আইপিও) টাকা তুলতে বীমা নিয়ন্ত্রকদের পক্ষ থেকে আর কোন বাধা নেই। সোমবার কোম্পানিকে চিঠি দিয়ে জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। টাকা উত্তোলনে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন না নেয়ায় কারণে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির ১২ পরিচালককে জরিমানা করেছে আইডিআরএ। ৫০ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকা পরিশোধ করতে কোম্পানির পর্ষদকে চিঠি পাঠায় আইডিআরএ। কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা সানা উল্লাহ অন্তত চার মাসের জন্য এ কোম্পানিতে কাজ করতে পারবেন না। কোম্পানি সচিব মাসুদ রানা ও প্রধান আর্থিক কর্মকর্তা ফিরোজুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ারও নির্দেশ দিয়েছে। এ প্রসঙ্গে আইডিআরএ সদস্য জুবের আহমেদ খান বলেন, আমাদের অনুমোদন না নিয়ে পুঁজিবাজারে যেতে চেয়েছিল কোম্পানিটি, যার প্রেক্ষিতে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। এখন কোম্পানিটির আইপিওতে আমাদের কোন আপত্তি নেই। কোম্পানিটিকে চিঠি দিয়ে তা জানিয়ে দেয়া হয়েছে।
×