ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ৪২ কোটি টাকার লেনদেন

প্রকাশিত: ০৫:৫১, ২৭ ডিসেম্বর ২০১৫

ব্লক মার্কেটে ৪২ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে তিন কোম্পানির ২৯ লাখ ৫৯ হাজার ৬শ’ শেয়ার মোট ছয়বার লেনদেন হয়েছে, যার বাজারদর ৪২ কোটি ৭১ লাখ ৬ হাজার টাকা। ব্লক মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলো হলো- বার্জার পেইন্টস, বেক্সিমকো ফার্মা ও স্কয়ার ফার্মা। বৃহস্পতিবার ব্লক মার্কেটে বার্জার পেইন্টসের ৯ হাজার ৬শ’ শেয়ার দু’বার লেনদেন হয়, যার বাজারমূল্য এক কোটি ৭৮ লাখ ৫৬ হাজার টাকা। এদিন কোম্পানিটির শেয়ারদর এক হাজার ৮৬০ টাকায় অপরিবর্তিত ছিল। বেক্সিমকো ফার্মার ২০ লাখ শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারমূল্য ১৬ কোটি ৮০ লাখ টাকা। এদিন কোম্পানিটির শেয়ারদর ৮৪ টাকায় অপরিবর্তিত ছিল। স্কয়ার ফার্মার ৯ লাখ ৫০ হাজার শেয়ার তিনবার লেনদেন হয়, যার বাজারমূল্য ২৪ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা। -অর্থনৈতিক রিপোর্টার প্রিমিয়ার সিমেন্টের উদ্যোক্তা শেয়ার হস্তান্তর পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের উদ্যোক্তা শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। মোঃ সালাউদ্দিন রোমান নামের এক উদ্যোক্তা ১৬ লাখ ৮০ হাজার শেয়ার হস্তান্তর করবেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, তার কাছে কোম্পানির মোট ১৬ লাখ ৮০ হাজার শেয়ার রয়েছে। এর সব শেয়ারই তিনি তার ভাই মোঃ জাহিদুল ইসলামকে হস্তান্তর করবেন। এই পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুমতি সাপেক্ষে এই শেয়ার হস্তান্তর করতে পারবেন। -অর্থনৈতিক রিপোর্টার
×