ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মেধাবী মুখ

প্রকাশিত: ০৬:০৬, ২৭ ডিসেম্বর ২০১৫

মেধাবী মুখ

পিএইচডি ডিগ্রী অর্জন কনক রায় চৌধুরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। তার গবেষণার বিষয় ছিল ‘ঝঃঁফরবং ঙহ গধঃৎরপবং ঙাবৎ ঝবসরৎরহমং’। তাঁর সুপারভাইজার ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. আবেদা সুলতানা এবং কো-সুপারভাইজার ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজির ম্যাথম্যাটিক্যাল ও ফিজিক্যাল সায়েন্স -এর ডীন প্রফেসর ড. নির্মল কান্তি মিত্র। তার থিসিসের পরীক্ষক ছিলেন ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি-এর স্কুল অব কমিউনিকেশন সায়েন্সের অধ্যাপক আ ফ ম খোদাদাদ খান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রফেসর ড. সুব্রত মজুমদার। ড. কনক রায় চৌধুরী নোয়াখালী জেলার চাটখিল থানার খিলপাড়া ইউনিয়নের বালিয়াধর গ্রামের নারায়ণ চন্দ্র কর্মকার ও মায়া রানী কর্মকারের জ্যেষ্ঠ পুত্র। তিনি বর্তমানে ঢাকার মোহাম্মদপুর মডেল স্কুল এ্যান্ড কলেজ এ গণিত বিষয়ে প্রভাষক হিসেবে কর্মরত। তিনি সকলের নিকট আশীর্বাদ প্রার্থী।
×