ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালেদা ও গয়েশ্বরের ছবি পুড়িয়ে ঘৃণা জানায় যুক্তরাষ্ট্র ছাত্রলীগ

প্রকাশিত: ০৮:১৯, ২৭ ডিসেম্বর ২০১৫

খালেদা ও গয়েশ্বরের ছবি পুড়িয়ে ঘৃণা জানায় যুক্তরাষ্ট্র ছাত্রলীগ

সংবাদদাতা, নিউইয়র্ক থেকে ॥ নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বিএনপি নেতা গয়েশ^র চন্দ্র রায়ের ছবি পোড়াল যুক্তরাষ্ট্র ছাত্রলীগ। একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি চেয়ারপার্সনের বক্তব্যের পর বুদ্ধিজীবীদের নিয়ে বিএনপির জাতীয় স্থায়ী গয়েশ্বর রায় এক সভায় কটূক্তি করেন। গয়েশ্বর চন্দ্র রায়ের মতে, একাত্তরের ১৪ ডিসেম্বর নির্বুদ্ধিতার কারণেই বুদ্ধিজীবীরা মারা গেছেন! মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনার জবাব দিতে গিয়ে গয়েশ্বর এমন মন্তব্য করেন। এরই প্রতিবাদে ২৫ ডিসেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের আয়োজনে এক তাৎক্ষণিক প্রতিবাদ সভায় যুক্তরাষ্ট্র ছাত্রলীগ গয়েশ্বর রায়ের ছবিতে আগুন ধরিয়ে বক্তব্যের তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানায়। প্রতিবাদ সভায় ছাত্রলীগ নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধ এবং যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে বিতর্ক সৃষ্টির মধ্য দিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গয়েশ^র চন্দ্র রায়কে নব্য রাজাকার হিসেবে উল্লেখ করে বলেন, বিএনপি বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানী করেছেন। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে বেইমানী করেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির মাধ্যমে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিএনপি আজ পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত হয়েছেন। প্রতিবাদ সভায় ছাত্রলীগ নেতৃবৃন্দ অচিরেই খালেদা জিয়া, গয়েশ^র রায়সহ সকল দেশবিরোধী পাকিস্তানী এজেন্ট গ্রেফতার করে বিচারের দাবি জানান এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিরোধে কঠোর আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। যুক্তরাষ্ট্র ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ সাজ্জাদ রায়হান ও সাধারণ সম্পাদক আলামিন আকনের নেতৃত্বে ছাত্রলীগ নেতৃবৃন্দ খালেদা জিয়া ও গয়েশ্বর রায়কে বাংলাদেশ থেকে বিতারিত করার প্রতিজ্ঞা করে তাদের ছবি পোড়ায়। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশা, উপ-দফতর সম্পাদক আব্দুল মালেক, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ. জয়, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সহসভাপতি সজিব মোশের্দ, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া, ফাহিম আহমেদ, শফিউল হক, আরিফুল হক। সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ, প্রচার সম্পাদক আবু ইমতিয়াজ রিফাত, বিদুৎ দেব, হেবাউর রহমান, হায়দার আলী, আব্দুল মালেক সোহাগসহ অনেকে।
×