ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সুইডেনে দৈনিক ৬ ঘণ্টার কর্মসময় চালু

প্রকাশিত: ১৯:১৫, ২৭ ডিসেম্বর ২০১৫

সুইডেনে দৈনিক ৬ ঘণ্টার কর্মসময় চালু

অনলাইন ডেস্ক ॥ উৎপাদনশীলতা এবং কর্মী সন্তুষ্টি বাড়াতে দৈনিক আট ঘণ্টার পরিবর্তে ছয় ঘণ্টা কাজের নিয়ম চালু করলো সুইডেন। অক্টোবর মাস থেকে দেশটির বেশ কিছু সংস্থা দৈনিক ছয় ঘন্টার নতুন কর্মসময় শুরু করেছে। আলস্য দূর করে কর্মীরা যেনো আরও উৎপাদনশীল হয় এবং পরিবারের সঙ্গে যেনো আরও বেশি করে ব্যক্তিগত সময় কাটাতে পারে সেজন্যই এই সিদ্ধান্ত সুইডিশ সরকারের। গবেষণায় দেখা গিয়েছে, সপ্তাহে ৪০ ঘণ্টার চেয়ে ৩০ ঘন্টা কাজ নিয়োগকর্তা ও কর্মী উভয়ের জন্যই উপকারি। ১৩ বছর আগে সুইডেনের দ্বিতীয় বৃহত্তম শহর গোথেনবার্গের টয়োটা সার্ভিসে প্রচলিত হয় ছয় ঘন্টা কর্মদিবস। সেই সময় এই প্রথা কর্মীদের খুশি করে কোম্পানিকে বেশি পরিমাণ মুনাফা এনে দিয়েছিল। তবে দিনে ছয় ঘন্টা কাজ এখনও সব জায়গায় চালু হয়নি। কিছু হাসপাতালের চিকিৎসক এবং সেবিকারা দৈনিক ছয় ঘণ্টার কর্ম দিবসের পদ্ধতি শুরু করেছে।
×