ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালেদা বীরাঙ্গনার স্বীকৃতি চাইলে তা স্পষ্ট করে বলতে হবে-হাসানাত

প্রকাশিত: ১৯:৫৪, ২৭ ডিসেম্বর ২০১৫

খালেদা বীরাঙ্গনার স্বীকৃতি চাইলে তা স্পষ্ট করে বলতে হবে-হাসানাত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও বরিশাল জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, পাকিস্তানের ঘোষেটি বেগম নিজের জন্য যদি বীরাঙ্গনার স্বীকৃতি চায় তাহলে তা স্পষ্ট করেই বলতে পারেন। জেলার মুলাদী উপজেলার চরলক্ষীপুরে মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ’৭১-র মহান মুক্তিযুদ্ধের মুজিব বাহিনীর কমান্ডার আবুল হাসানাত আব্দুল্লাহ আরও বলেন, স্বাধীনতার দীর্ঘ ৪৪বছর পর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শহীদ মুক্তিযোদ্ধাদের হিসেব নিয়ে গড়মিল মন্তব্য করার মানে তার কাছে প্রতিটি হত্যাকান্ডের হিসেব রয়েছে। যা কিনা তিনি স্বাধীনতা যুদ্ধের সময়ে পাক সেনাদের ক্যাম্পে আটকাবস্থায় সংগ্রহ করেছেন। চরলক্ষীপুর ইউনিয়ন আ’লীগের আয়োজনে শনিবার শেষ বিকেলে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের প্যানেল স্বীকার ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি।
×