ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাঁশখালীতে শেষ মুহুর্তে প্রচারণা তুঙ্গে

প্রকাশিত: ২১:২৬, ২৭ ডিসেম্বর ২০১৫

বাঁশখালীতে শেষ মুহুর্তে প্রচারণা তুঙ্গে

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী॥ “নৌকার মাঝি সেলিম ভাই, পৌরবাসীর চিন্তা নাই-কমরু ভাইয়ের দুই নয়ন পৌরবাসীর উন্নয়ন” এভাবেই নির্বাচনী প্রচারণা শেষ মুহুর্তে তুঙ্গে উঠেছে। কনকনে শীতকে উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত নেতাকর্মীদের সাথে নিয়ে চালিয়ে যাচ্ছে প্রার্থীরা প্রচারণা। মাইকিং, পোষ্টার, পেষ্টুন, লিপলেটে ছেয়ে গেছে পুরো পৌর এলাকা। বাঁশখালী পৌরসভা নির্বাচনে শেষ মুহুর্তে প্রার্থীদের প্রচার-প্রচারণা জমে উঠেছে। জেলা, উপজেলা ও স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে নির্ঘুম প্রচারণা করছে পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লায়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। যতই ঘনিয়ে আসছে নির্বাচন তৎপরতা ততই বেড়ে চলছে। বাঁশখালী পৌরসভায় নির্বাচনে ৯নং ওয়ার্ডে এবার ১১টি ভোট কেন্দ্রে ১২ হাজার ১শ ৪৭ জন পুরুষ ভোটার এবং ১১ হাজার ৬শ ৪৬ জন মহিলা ভোটার ভোট প্রদান করছেন। বাঁশখালী পৌরসভা নির্বাচন সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। কোন ভোট কেন্দ্রে যদি বিশৃংখলা ও অনিয়ম দেখা যায় সাথে সাথে কঠোর হস্তে তা দমন করা হবে বলে উপজেলা রিটার্নিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা মোঃ শামসুজ্জামান জানান।
×