ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তালতলীতে চাঁদার টাকা না দেয়াতে রেনু পোনা বিক্রেতাকে নির্যাতন

প্রকাশিত: ২২:২৫, ২৭ ডিসেম্বর ২০১৫

তালতলীতে চাঁদার টাকা না দেয়াতে রেনু পোনা বিক্রেতাকে নির্যাতন

নিজস্ব সংবাদদাতা,আমতলী (বরগুনা) ॥ বরগুনার তালতলী উপজেলার কচুপাত্রা বাজারে শনিবার সন্ধ্যায় চাদাঁর টাকা না দেয়াতে পুলিশের অবসরপ্রাপ্ত এসআই ও পোনা মাছ ব্যবসায়ী কাওসার তালুকদারকে ছাত্রলীগ নামধারী ৫/৬ জন সন্ত্রাসীরা বেধরক পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার কচুপাত্রা ইউপি সদস্য নাসির মিয়ার পুকুর পাড়ে শনিবার সন্ধ্যায় খুলনা থেকে আসা কাওসার তালুকদারসহ ১২/১৫ জনের একদল পোনা ব্যবসায়ী অবস্থান নেয়। এ সময় পচাঁকোড়ালীয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ, সুমন, সোলায়মান, রুবেল ও শাহীনসহ ৬/৭ জন তরুন তাদের কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবী করে। অবসরপ্রাপ্ত এসআই কাওসার চাঁদা দিতে অস্বীকার করলে তাকে সন্ত্রাসীরা বেধরক মারধর করে। এ ঘটনার পরপর ওই পথ দিয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম তালতলী থেকে বরগুনা যাচ্ছিল। তিনি গাড়ী থামিয়ে আহত কাওসারকে উদ্ধার করে লেবুখালী ফেরীঘাট পৌছে দেয়। এ সময় সন্ত্রাসীরা পুলিশের আগমন টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। আহত ব্যবসায়ী এসআই কাওসারের বাড়ী বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলা সদরে। মামলার প্রস্তুতি চলছে।
×