ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্টেইন ও মরকেল ঝড়ে ইংল্যান্ড অলআউট ৩০৩ রানে

প্রকাশিত: ২৩:৩৯, ২৭ ডিসেম্বর ২০১৫

স্টেইন ও মরকেল ঝড়ে ইংল্যান্ড অলআউট ৩০৩ রানে

অনলাইন ডেস্ক ॥ ডারবানে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টে সুবিধাজন অবস্থানে রয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। টসে জিতে গতকাল ইংল্যান্ড ব্যাটিং করতে পাঠায় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা। বৃষ্টির করেন নির্ধারিত ৯০ ওভারের পরিবর্তে ৬৫.১ ওভার খেলা সম্ভব হয়। এই সময় ইংল্যান্ড ১৮৯ রান সংগ্রহ করে ৪ উইকেট হারিয়ে। আজ নির্ধরিত সময়ের ৩০ মিনিট আগে খেলা শুরু হয়। গতকাল ৪ টি উইকেটের মধ্যে তিনিটি নিয়েছিলেন স্টেইন। আজ মরকেল চারটি উইকেট নিয়ে খেলায় ইংল্যান্ডকে চাপে ফেলে। শেষ উইকেটটি লাভ করেন স্টেইন। অপর ২ উইকেট পেয়েছেন এব্রট ও পেডিট। প্রথম টেস্টে দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির সময় ইংল্যান্ডের ৩০৩ রানে অলউইট হয়। ইনংল্যান্ডের পক্ষে কম্পটন ৮৫ ও টেইলর ৭০ রান করে। শেষ উইকেট জুটিতে ইংল্যান্ড করেছে ৩৬ রান।
×