ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এবার পাকিস্তানি ১৯৫ যুদ্ধাপরাধীর বিরুদ্ধে তদন্ত

প্রকাশিত: ০১:৩২, ২৭ ডিসেম্বর ২০১৫

এবার পাকিস্তানি ১৯৫ যুদ্ধাপরাধীর বিরুদ্ধে তদন্ত

স্টাফ রিপোর্টার॥ দেশীয় যুদ্ধাপরাধীদের পাশাপাশি এবার পাকিস্তানের ১৯৫ যুদ্ধাপরাধীর বিরুদ্ধে তদন্ত করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বর্তমানে তাদের বিরুদ্ধে তথ্য-উপাত্ত সংগ্রহ চলছে এবং সরকারের নির্দেশনা পেলে ও ক্ষেত্র প্রস্তুত হলে তদন্ত শুরু হবে। এছাড়া পলাতক মানবতাবিরোধী অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত বিধান যুক্ত করে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন’১৯৭৩ এর সংশোধন চেয়ে আবেদন জানিয়েছেন তদন্ত সংস্থা।রবিবার বেলা সাড়ে বারটার দিকে তদন্ত সংস্থার কার্যালয় রাজধানীর ধানমন্ডির সেফহোমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান এবং জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক।
×