ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

প্রকাশিত: ০২:৪১, ২৭ ডিসেম্বর ২০১৫

ঢাবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

অনলাইন রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরিসংখ্যান বিভাগ এ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ‘থিওরি এন্ড এপ্লিকেশন অব স্ট্যাটিসটিকস’ শীর্ষক ৩দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আজ নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে সম্মেলন উদ্বোধন করেন। এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক কাজী সালেহ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আমেরিকান স্ট্যাটিস্টিক্যাল এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক জেসিকা উট্স এবং যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শাস্ত্রী জি. পান্তুলা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক এম আতাহারুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক পরিসংখ্যান ও পরিসংখ্যানগত তত্ত্ব বিশ্লেষণের গুণগত মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, মানসম্মত পরিসংখ্যান দেশে সুশাসনের ক্ষেত্রে স্বচ্ছতা, দায়বদ্ধতা, সত্যতা, বিশ্বাসযোগ্যতা ও নৈতিকতা নিশ্চিত করতে পারে। সূত্র: বাসস
×