ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মজিবুর রহমান ভূইয়া ইরানে নয়া রাষ্ট্রদূত নিযুক্ত

প্রকাশিত: ০৫:২৭, ২৮ ডিসেম্বর ২০১৫

মজিবুর রহমান ভূইয়া ইরানে নয়া রাষ্ট্রদূত নিযুক্ত

কূটনৈতিক রিপোর্টার ॥ এ কে এম মজিবুর রহমান ভূইয়াকে ইরানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে কর্মরত। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ কে এম মজিবুর রহমান ১৯৮৬ সালে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি নয়াদিল্লী, তেহরান, টোকিও ও থিম্পুতে বাংলাদেশ মিশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। কূটনীতিক হিসেবে তিনি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ইস্যুতে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। এ কে এম মজিবুর রহমান ভূইয়া বিভিন্ন সময়ে দেশ-বিদেশে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি অক্সফোর্ড ফরেন সার্ভিস কর্মসূচীর আওতায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এনডিসি কোর্স করেছেন। তিনি বিবাহিত।
×