ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চীনে খনিতে আটকা ১৭ শ্রমিক, খনি মালিকের আত্মহত্যা

প্রকাশিত: ০৫:৫৩, ২৮ ডিসেম্বর ২০১৫

চীনে খনিতে আটকা  ১৭ শ্রমিক, খনি  মালিকের আত্মহত্যা

চীনে শ্যাডংয়ে ধসে পড়া একটি খনিতে আটকা পড়া ১৭ শ্রমিককে উদ্ধার তৎপরতা চলার মাঝেই আত্মহত্যা করেছেন খনিটির মালিক মা কঙ্গবো। খনির একটি কুয়ায় রবিবার সকালে ঝাঁপিয়ে পড়ে তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে চীনা বার্তা সংস্থা সিনহুয়া। মা কঙ্গবো ইউরোং খনি কোম্পানির চেয়ারম্যান ছিলেন। তার আত্মহত্যার কারণ স্পষ্ট জানা যায়নি। চীন কর্তৃপক্ষ খামখয়ালি নিয়োগকর্তাদের শাস্তি কঠোর করেছে। খনিটিতে দুইদিন ধরে ১৭ জন আটকা পড়ে রয়েছে। শুক্রবারের খনি ধসে তাৎক্ষণিকভাবে একজন নিহত হয়। বের হয়ে আসতে সক্ষম হয় চারজন শ্রমিক। তখন থেকেই বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারকারীরা গর্ত খুঁড়ে আটকা পড়া শ্রমিকদেরকে খাবার ও পানি সরবরাহের চেষ্টা করছে। ৭০০ এরও বেশি উদ্ধারকর্মী আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এখন পর্যন্ত সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খনিটি থেকে মূলত জিপসাম উত্তোলন করা হতো। -ওয়েবসাইট
×