অনলাইন |
আজকের পত্রিকা |
ফিচার পাতা |
সাময়িকী |
এক বছর আগে এক কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করে হত্যার ভিডিও প্রকাশের পর তীব্র ক্ষোভের মধ্যেই যুক্তরাষ্ট্রের শিকাগোতে একইভাবে নিহত হয়েছেন এক কলেজছাত্র এবং পাঁচ সন্তানের এক মা। স্থানীয় সময় শনিবার সকালে শিকাগো শহরের পশ্চিম অংশে ওয়েস্ট গারফিল্ড পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। খবর ওয়েবসাইটের।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি এমন হয়ে উঠেছিল যে পুলিশ অফিসার তার অস্ত্র বের করতে বাধ্য হন এবং দুইজন গুলিবিদ্ধ হন। নিহতরা হলেন- বেটি জোনস (৫৫) এবং কুইনটোনিও লেগরিয়ের (১৯)। নর্দার্ন ইলিনয় ইউনিভার্সিটির ছাত্র লেগরিয়ের বাবার সঙ্গে বড়দিন কাটাতে শিকাগোতে এসেছিলেন। তাদের দুই তলা ওই কাঠের বাড়িতেই গুলির ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা বলছেন, বাবা-ছেলের ঝগড়ার মধ্যে লেগরিয়ের একটি বেসবল ব্যাট নিয়ে বাবাকে শাসাতে শুরু করলে পুলিশ ডাকা হয়। সেখানেই পুলিশের গুলিতে মারা যান এই কলেজছাত্র। আর ওই বাড়ির নিচতলার বাসিন্দা বেটি জোনসের গায়ে গুলি লাগে কাঠের দরজা ভেদ করে।