ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সিলেটে শেষ প্রচারে ছুটছেন প্রার্থীরা

প্রকাশিত: ০৫:৫৬, ২৮ ডিসেম্বর ২০১৫

সিলেটে শেষ প্রচারে ছুটছেন প্রার্থীরা

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ “ভাই বাড়িতনি, চাচা ঘর আছইননিবা” এমন ডাক শুনতে এখন সবাই অভ্যস্ত হয়ে পড়েছে। ডাক শুনে ঘর থেকে বেরিয়ে এলে হাত বাড়িয়ে সালাম আদাব আর শুভেচ্ছা জানিয়ে বিনয়ের সুরে “আমার লাগি দোয়া করতানু” ”আফনারা খিয়াল না করলেতো আগুয়াইতাম ফারতামনায়”। দু-তিন মিনিট সময়ে নিজের অবস্থান তুলে ধরে মন জয় করার প্রানান্ত চেষ্টা। প্রার্থীদের এই বক্তব্য নিয়ে ভোটাররা বিপাকে। প্রার্থীদের সবাই সবার পরিচিত। কাছে এলে কাকে দেব আর কাকে দেব না এটা বলা যায় না বলেই যত সমস্যা। জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। হাড় কাঁপানো শীত ও শৈতপ্রবাহ উপেক্ষা করে কাক ডাকা ভোর থেকে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছে প্রার্থীরা। মেয়র পদে ৬, কাউন্সিলর পদে ৩১ ও সংরক্ষিত কাউন্সিলর পদে আট নারী প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। মেয়র প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে সমানতালে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলার প্রার্থীরা।
×