ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গাপটিলের ব্যাটিং রেকর্ডে উড়ে গেল শ্রীলঙ্কা

প্রকাশিত: ১৮:৩৮, ২৮ ডিসেম্বর ২০১৫

গাপটিলের ব্যাটিং রেকর্ডে উড়ে গেল শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক ॥ আজ ভোরে ক্রাইশ্চার্চে শ্রীলঙ্কান ক্রিকেটকে একেবারে মাটিতে নামিয়ে আনলো স্বাগতিক নিউজিল্যান্ড। ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের ১০ উইকেটে উড়িয়ে ২-০তে এগিয়ে গেছে কিউইরা।মাত্র ৩০ বলে ৯ চার ও ৮ ছক্কায় অপরাজিত ৯৩ করে অনন্য নজির সৃষ্টি করেন ওপেনার মার্টিন গাপটিল। এ ম্যাচেও চরম ব্যাটিং ব্যর্থতায় পড়ে শ্রীলঙ্কা। হেনরি ও ম্যাক্লাঘানের দারুণ বোলিংয়ে ২৭.৪ ওভারে মাত্র ১১৭ রানেই গুটিয়ে তারা। সর্বোচ্চ ১৯ রান আসে টেল এন্ডার কুলাসেকারের ব্যাট থেকে। হেনরি ৩৩ রানে ৪টি ও ম্যাকক্লাঘান ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন। ১১৮ রান টপকাতে মাত্র ৮.২ ওভারে ব্যাটিং করতে হয় নিউজিল্যান্ডের। রুদ্রমূর্তি ধারণ করেন ওপেনার মার্টিন গাপটিল। মাত্র ৩০ বলে ৯৩ রান করেন তিনি। অল্পের জন্য দ্রুততম সেঞ্চুরি না পেলেও নিউজিল্যান্ডের হয়ে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়ে নিয়েছেন এদিন। এরআগে ম্যাককালাম ১৮ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। আর এদিন ১৭ বলে হাফ সেঞ্চুরি করে ম্যাককালামকে পিছনে ফেলে দেন গাপটিল। ওয়ানডের ইতিহাসে গাপটিলের সামনে আছেন শুধুমাত্র ডি ভিলিয়ার্স। মাত্র ১৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
×