ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সীতাকুন্ডে সংবাদ সম্মেলনে হামলা ॥ স্বতন্ত্র প্রার্থী সরে দাঁড়ালেন

প্রকাশিত: ২২:১৩, ২৮ ডিসেম্বর ২০১৫

সীতাকুন্ডে সংবাদ সম্মেলনে হামলা ॥ স্বতন্ত্র প্রার্থী সরে দাঁড়ালেন

নিজস্ব সংবাদদাতা,সীতাকুন্ড (চট্টগ্রাম)॥ চট্টগ্রামের সীতাকুন্ড পৌরসভা নির্বাচনে নারিকেল প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী নায়েক (অবঃ) সফিউল আলমের সংবাদ সম্মেলনে হামলা চালিয়েছে দুবৃর্ত্তরা। গত রোববার রাত সাড়ে ৮ টায় পৌরসদর বাজারের সুপার মার্কেটের(দ্বিতীয় তলায়) একটি কক্ষে সংবাদ সম্মেলন চলাকালে এ হামলার ঘটনা ঘটে। এর আগে তিনি সাংবাদিকদের অপর একটি অংশের সাথে সন্ধ্যা সাড়ে ৫টায় সংবাদ সম্মেলন এ উদ্বেগ প্রকাশ করেন। এদিকে এ ঘটনায় পর নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা নো.নাজমুল ইসলাম ভূইয়া। সোমবার দুপুর ১টার দিকে স্বতন্ত্র প্রার্থী মেয়র মুক্তিযোদ্ধা নায়েক(অব)সফিউল আলম দৈনিক জনকণ্ঠকে নির্বাচন থেকে সরে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন,দীর্ঘ বছর আমি সীতাকু- বাসির সেবা করেছি। আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। নির্বাচনে সীতাকুন্ড বাসিকে রক্তপাতমুক্ত রাখার জন্য আমার এ স্বিদান্ত।
×