ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁওয়ে খাদ্য অধিকার নেটওর্য়াক কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ০০:১৩, ২৮ ডিসেম্বর ২০১৫

ঠাকুরগাঁওয়ে খাদ্য অধিকার  নেটওর্য়াক  কমিটির  প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ খাদ্য নিরাপত্তা অধিকার আদায়ে সচেতনতা বৃদ্ধি, স্থানীয় সেবা প্রতিষ্ঠান এবং তার প্রাপ্ত সেবা সমুহ, অধিকার ও সুশাসনে তথ্য অধিকার বিষয়ে আরডিআরএস বাংলাদেশ, ঠাকুরগাঁওয়ের প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা পর্যায়ে খাদ্য অধিকার নেটওর্য়াক কমিটির ২ দিনের প্রশিক্ষণ সোমবার শেষ হয়েছে। আরডিআরএস বাংলাদেশ, ঠাকুরগাঁও ইউনিটের আওতায় ফুড সিকিউরিটি গভার্নেন্স প্রকল্পের সহায়তায় এ প্রশিক্ষণ আয়োজন করে। প্রশিক্ষণে ঠাকুরগাঁও সদর উপজেলা ও পঞ্চগড় সদর উপজেলা পর্যায়ে খাদ্য অধিকার নেটওর্য়াক কমিটির ২২ জন সদস্যগন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন আরডিআরএস বাংলাদেশ, ঠাকুরগাঁওয়ের কর্মসূচী ব্যবস্থাপক (মাঠ সমন্বয়) জিয়াউল ইসলাম। প্রশিক্ষণে তথ্য উপাত্ব উপস্থাপন করেন আরডিআরএস বাংলাদেশ, ঠাকুরগাঁওয়ের ফুড সিকিউরিটি গভার্নেন্স প্রকল্প ব্যবস্থাপক মাহফুজ আলম, প্রকল্পের কৃষি কর্মকর্তা মাহফুজুর। প্রশিক্ষণ প্রদান করেন উর্ধতন প্রশিক্ষক অমল টিক্কু। প্রশিক্ষণে উপজেলা নেটওর্য়াক কমিটির দায়িত্ব, কর্তব্য ও ভবিষ্য কর্মপরিকল্পনা, খাদ্য নিরপত্তা অধিকার আদায়ে অ্যাডভোকেসি, স্থানীয় সেবা প্রতিষ্ঠান এবং তার প্রাপ্ত সেবা সমুহ , অধিকার ও সুশাসনে তথ্য অধিকার , সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচী সেবা প্রাপ্তির উপায়, খাদ্য অধিকার কি, খাদ্য অধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় ফেডারেশনের ভূমিকা, অ্যাডভোকেসির কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা করা হয়।
×