ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে নৌকার জোয়ারে ডুবছে ধান

প্রকাশিত: ০০:১৫, ২৮ ডিসেম্বর ২০১৫

বরিশালে নৌকার জোয়ারে ডুবছে ধান

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার ছয়টি পৌরসভা নির্বাচনে আ’লীগ সমর্থিত মেয়র প্রার্থীদের গণজোয়ারে অনেকটাই নিজেদের গুটিয়ে নিতে শুরু করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও তাদের সমর্থকেরা। ফলে ছয়টি পৌরসভায় নৌকার জোয়ারে ধান (ধানের শীর্ষ) ডুবতে শুরু করেছে। জেলার ছয়টি পৌরসভায় মেয়র পদে লড়ছেন আ’লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনপিপি মনোনীত ২২জন মেয়র প্রার্থী। পাশাপাশি নির্বাচনী মাঠে প্রতিদ্বন্ধিতা করছেন ১৮১জন সাধারণ এবং ৫৮জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী। এরমধ্যে জেলার মেহেন্দীগঞ্জ পৌরসভায় মূললড়াই হবে আ’লীগ দলীয় মেয়র প্রার্থী কামাল উদ্দিন খান ও বিএনপির গিয়াস উদ্দিন দ্বিপেন জমাদ্দারের মধ্যে। বাকেরগঞ্জে আ’লীগের মেয়র প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া ও বিএনপির মতিউর রহমান মোল্লা, মুলাদীতে আ’লীগের শফিক উজ্জামান রুবেলের সাথে বিএনপির আসাদ মাহমুদ, বানারীপাড়ায় আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের সাথে বিএনপির গেলাম মাহামুদ মাহাবুব মাষ্টারের, গৌরনদী পৌরসভায় আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মো. হারিছুর রহমানের নৌকা মার্কার সাথে বিএনপির একাংশের মনোনীত মেয়র প্রার্থী সফিকুর রহমান শরীফ স্বপনের ভোটের লড়াই হবে।
×