ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে শেষ মহুর্তের প্রচারনা

প্রকাশিত: ০০:১৭, ২৮ ডিসেম্বর ২০১৫

মুন্সীগঞ্জে শেষ মহুর্তের প্রচারনা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ॥ মুন্সীগঞ্জ ও মিরকাদিম পৌরসভায় শেষ মহুর্তের প্রাচরানা জমে উঠেছে। সোমবার রাত ১২টায় প্রাচরনা শেষ। তাই শেষবারের মত বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা। ভোটারদের মন জয়ে শেষ চেষ্টা চালাচ্ছে। মাদক নিয়ন্ত্রণ, পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিতসহ নানা উন্নয় কর্মকান্ডের আশ্বাস দিয়ে চলেছে প্রার্থীরা। আর যারা বর্তমান মেয়র ও কমিশনার তারা বলছেন, অস্পূর্ণ কাজ সম্পূর্ণ করতেই তাদের মার্কায় ভোট দেয়ার। দলীয় প্রার্থীর নেতৃবৃন্দ ভোট প্রার্থনা করছেন। ব্যতিক্রম মিরকাদিমে। সেখানে আওয়ামী লীগের সাবেক সাংসদ এম ইদ্রিস আলী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে শেষ মহুর্তে ব্যাপক প্রচারনা চালাচ্ছেন। মুন্সীগঞ্জ পৌরসভায় মেয়র প্রার্থী চার জন হলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগের ফয়সাল বিপ্লবের সাথে বিএনপির বর্তমান মেয়র একেএম ইরাদত মানু। অন্যদিকে মিরকাদিম পৌরসভায় ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। এই পৌর সভায় ছয় জন মেয়র প্রার্থী রয়েছেন। তবে এখন বর্তমান মেয়র আওয়ামী লীগের শহিদুল ইসলাম শাহিন (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মন্সুর আহমেদ কালাম (মোবাইল ফোন) ও বিএনপির সামুর রহমানের (ধানের শীষ) মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। মিরকাদির পৌরসভার ৩৩ হাজার ৫ শ’ ১৪ ভোটারের জন্য ১৭ কেন্দ্রে এবং মুন্সীগঞ্জ পৌরসভায় ২৫টি কেন্দ্র করা হয়েছে ৪৫ হাজার ৪২৮ ভোটারের জন্য। কেন্দ্রগুলো এখনই পোস্টারে পোস্টারে ছেয়েগেছে।
×