ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় আওয়ামী লীগ-বিএনপি কুয়াকাটায় হচ্ছে ত্রিমুখি লড়াই

প্রকাশিত: ০১:০২, ২৮ ডিসেম্বর ২০১৫

কলাপাড়ায় আওয়ামী লীগ-বিএনপি কুয়াকাটায় হচ্ছে ত্রিমুখি লড়াই

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কলাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে মূল প্রতিদ্বন্ধীতা হচ্ছে আওয়ামী লীগ প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদার এবং বিএনপির প্রার্থী হাজী হুমায়ুন কবির সিকদারের মধ্যে। দুই প্রার্থী তাদের বিজয়ের ব্যাপারে দৃঢ়তা ব্যক্ত করছেন। চষে বেড়িয়েছেন মাঠঘাট, পথ-প্রান্তর। সরকারের ব্যাপক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার রেখে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিপুল হাওলাদার তার বিজয় নিয়ে শতভাগ আশাবাদী। অপরদিকে বিএনপির প্রার্থী হাজী হুমায়ুন সিকদার দাবি করেছেন, নিরপেক্ষ ভোট হলে তার বিজয় সুনিশ্চিত। তবে বসে নেই জাপা এ প্রার্থী হুমায়ুন কবির মাসুম। তিনিও মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ভোট চাইছেন। ১১ হাজার ২৬ জন ভোটার অধ্যুষিত কলাপাড়া পৌরবাসী এখন অপেক্ষার প্রহর গুনছেন আগামীকাল সন্ধ্যা পর্যন্ত। অপরদিকে নবগঠিত পৌরসভা কুয়াকাটায় মেয়র পদে মূলত প্রতিদ্বন্ধীতা হচ্ছে ত্রিমুখি।
×