ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সবার আর্থিক সেবা নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক ॥ গবর্নর

প্রকাশিত: ০১:১১, ২৮ ডিসেম্বর ২০১৫

সবার আর্থিক সেবা নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক ॥ গবর্নর

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের গবর্নর ড. আতিউর রহমান জানিয়েছেন, প্রত্যেক মানুষের কাছে আর্থিক সেবা পৌঁছে দিতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। উদাহরণস্বরূপ তিনি অ্যাজেন্ট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের কথা বলেন। গবর্নর বলেন, ‘আজ অ্যাজেন্ট ও মোবাইল ব্যাংকিংয়ের কারণে প্রত্যেক মানুষ আর্থিক সেবার আওতায় আসছে। গ্রাহকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেছে এই দুটি ব্যাংকিংয়ে।’ সোমবার মিরপুর-২ এ বিআইবিএম অডিটোরিয়ামে ইন্ডিয়ান ব্যাংকিং-চ্যালেঞ্জস অ্যান্ড অপারচুনিটিজ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের বন্ধন ব্যাংকের এমডি ও সিইও চন্দ্র শেখর ঘোষ। ড. আতিউর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংক শিগগিরই অনলাইন ভিত্তিক লেনদেন এমএফসিতে যাবে। যার মাধ্যমে প্রত্যেকে নিজের অ্যাকাউন্ট নিজেরাই চালাতে পারবে।তিনি বলেন, গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে অ্যাজেন্ট ব্যাংকিংয়ে মোট অ্যাজেন্টের সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৪৮৫ দাঁড়িয়েছে। যার মধ্যে নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ২৯ দশমিক ২ মিলিয়ন। যেখানে অনলাইন ভিত্তিক সচল ১১ দশমিক ২৭ মিলিয়ন গ্রাহক মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আওতায় রয়েছে। এই সার্ভিসগুলো আমাদের আর্জন। এসবের মাধ্যমে সবাইকে আর্থিক অর্ন্তভূক্তিকরণে নিয়ে আসা সম্ভব।
×