ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জেমিনি সী ফুডের দর বৃদ্ধি খতিয়ে দেখতে কমিটি গঠন

প্রকাশিত: ০৪:০৭, ২৯ ডিসেম্বর ২০১৫

জেমিনি সী ফুডের দর বৃদ্ধি খতিয়ে দেখতে কমিটি গঠন

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি জেমিনি সী ফুড লিমিটেডের শেয়ার অস্বাভাবিক ও সন্দেহজনকভাবে লেনদেন হওয়ার কারণে একটি তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ১৯৮৫ সালে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানিটির গত ছয় মাসে শেয়ারের সর্বনিম্ন দর ছিল ২৫০.০০ টাকা এবং সর্বোচ্চ দর ছিল ৪৫০.২০ টাকা। এদিকে কোম্পানিটির রিজার্ভ ৯০ লাখ টাকা ঋণাত্মক রয়েছে। উল্লেখ্য, গত ১৭ নবেম্বর জেমিনী সী ফুড ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৮৯ টাকা, শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১.৮৩ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার অলিম্পিক ইন্ডাস্ট্রিজের বোনাস বিওতে জমা বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিবাসে বোনাস পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সূত্রমতে, ৩০ জুন ২০১৫ সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে ২৮ ডিসেম্বর শেয়ারহোল্ডারদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে। সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাসসহ মোট ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটির পরিচালনা পর্ষদ। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৯০ টাকা, শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ২১.৩১ টাকা, শেয়ারপ্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) ৭.৮১ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×