ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ব্যাংকের ‘ভাইস চেয়ারম্যান’ নির্বাচিত

প্রকাশিত: ০৪:০৯, ২৯ ডিসেম্বর ২০১৫

ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ব্যাংকের ‘ভাইস চেয়ারম্যান’ নির্বাচিত

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সম্মানিত পরিচালক, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজুর রহমান ওলিও সম্প্রতি পরিচালনা পর্ষদের ২৪৬তম সভায় ব্যাংকের ‘ভাইস চেয়ারম্যান’ নির্বাচিত হয়েছেন। তিনি এফআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং এফএম ফাউন্ডেশনের চেয়ারম্যান। ফিরোজুর রহমান ১৯৯৪ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত টানা চারবার সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বীর মুক্তিযোদ্ধা ওলিও ১৯৯৫-৯৭ সালে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক লাভ করেন। সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য তিনি সিআর দত্ত স্বর্ণপদক- ২০০০ প্রাপ্ত হন। তিনি ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কর্তৃৃক নেসিও পদকে ভূষিত হন। -বিজ্ঞপ্তি ভাসমান কৃষি পদ্ধতির স্বীকৃতি দিল এফএও বাংলাদেশের ভাসমান বাগান চাষের কৃষি পদ্ধতিকে বিশ্ব কৃষি ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, এফএও। সকালে মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। গোপালগঞ্জ বরিশাল ও পিরোজপুরে জলাশয়ে ভাসমান পদ্ধতিতে এ সবজি চাষ হয়। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রীর হাতে জাতিসংঘের স্বীকৃতির স্মারক তুলে দেন কৃষিমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, হাওর ও বিল এলাকার জলাশয়ে এ পদ্ধতিতে চাষ করে লাভবান হতে পারেন চাষীরা। বৈঠকে দেশের সাম্প্রতিক বিষয় নিয়েও আলোচনা চলছে। - অর্থনৈতিক রিপোর্টার এসএমইতে স্প্রেড ৫ শতাংশীয় পয়েন্টের মধ্যে রাখতে হবে ব্যাংকের ঋণ ও আমানতে সুদহারের ব্যবধান (স্প্রেড) হিসাবের ক্ষেত্রে এখন থেকে এসএমই খাতকেও বিবেচনায় নিয়ে ৫ শতাংশীয় পয়েন্টের মধ্যে সীমিত রাখতে হবে। সোমবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার ব্যাংকগুলোতে পাঠিয়েছে। সার্কুলারে বলা হয়েছে, এর আগে ১৯ নবেম্বর এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হলেও ঋণগ্রহীতাসহ ব্যাংকারদের মধ্যে কিছুটা অস্পষ্টতা লক্ষ করা যায়। ফলে কার্ড ও ভোক্তাঋণ ছাড়া অন্যান্য খাতে ঋণ ও আমানতের ব্যবধান ৫ শতাংশীয় পয়েন্টের মধ্যে সীমিত রাখতে বলা হয়। এতে আরও বলা হয়, এসএমই খাতের উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক কম সুদের পুনর্অর্থায়নসহ বিভিন্ন সুবিধা দিলেও ব্যাংকগুলো এ খাতে উচ্চ সুদহার নিচ্ছে। এমন পরিস্থিতিতে এসএমই খাতের সুদহার কমাতে ক্রেডিট কার্ড ও ভোক্তাঋণ ছাড়া অন্যান্য খাতে ঋণ ও আমানতের ব্যবধান এক অঙ্ক তথা পাঁচ শতাংশীয় পয়েন্টে সীমিত রাখতে হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×