ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন শুরুর অপেক্ষায় টাইগার উডস

প্রকাশিত: ০৫:৩৫, ২৯ ডিসেম্বর ২০১৫

নতুন শুরুর অপেক্ষায় টাইগার উডস

স্পোর্টস রিপোর্টার ॥ গলফ সম্রাট টাইগার উডস। একটা সময় এককভাবেই রাজত্ব করেছেন তিনি। কিন্তু এখন হারিয়ে খুঁজছেন নিজেকে। ২০০৮ সালের পর আর কোন মেজর শিরোপা জিততে পারেননি তিনি। বুধবার ৪০ বছরে পা দেবেন টাইগার উডস। আর এই চল্লিশেই নতুন করে শুরু করতে চান নিজেকে। সেই সঙ্গে ২০১৬ সালকে নতুন স্বপ্নে বাঁধিয়ে নিতে চান সাবেক নাম্বার ওয়ান গলফার টাইগার উডস। সে জন্য সবার আগে নিজেকে চোটমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এ বিষয়ে টাইগার উডস বলেন, ‘দীর্ঘদিন ধরেই আঘাতে ভুগছি। আগামী বছরে চোটমুক্ত থেকে খোলা মনে গল?ফ খেলতে চাই। সেই সঙ্গে আশা করছি গলফ দুনিয়া নতুন বছরে পুরনো টাইগারকেই দেখতে পাবে।’ বার বার অস্ত্রোপচারের মুখে বেজায় নাজুক হয়ে পড়েছেন টাইগার। গত দেড় বছরে পিঠেই দু’বার অস্ত্রোপচার করতে হয়েছে তার। বিশ্বের সাবেক নাম্বার ওয়ান তারকা বর্তমানে নেমে এসেছেন র‌্যাঙ্কিংয়ের ৪১৪তম স্থানে। ২০০৮ সালে ইউএস ওপেনে শেষবার শিরোপা জয়ের হাসি হেসেছিলেন তিনি। এরপর গত ৭ বছরে একটিও মেজর জিততে পারেননি টাইগার। যে কারণে এই দুঃসময় কাটিয়ে উঠতে বদ্ধপরিকর টাইগার। এ বিষয়ে তার অভিমত, ‘চোটের সমস্যা অনেকটাই কেটে গিয়েছে। নিজেকে আগের চেয়ে অনেকটাই ফিট মনে হচ্ছে। মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠেছি। ২০১৬ সালে পূর্ণশক্তি নিয়ে কোর্সে নামতে চাই।’
×