ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পৌরনীতি ও সুশাসন ২য় পত্র

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:০০, ২৯ ডিসেম্বর ২০১৫

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ২৪. সংরক্ষিত মহিলা আসন বাড়িয়ে ৫০টি করা হয়- ক) দশম সংশোধনীতে খ) একাদশ সংশোধনীতে গ) দ্বাদশ সংশোধনীতে ঘ) পঞ্চদশ সংশোধনীতে ২৫. ঠবঃড় ঢ়ড়বিৎ-এর অর্থ কী? ক) রাষ্ট্রপতির ক্ষমতা খ) প্রধানমন্ত্রীর ক্ষমতা গ) নাকচ করার ক্ষমতা ঘ) সম্মতি প্রদানের ক্ষমতা ২৬. সার্ক শীর্ষ সম্মেলনের পূর্বে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য ৭টি দেশের পররাষ্ট্র সচিবগণ মিলিত হন- র. এপ্রিল ১৯৮১, কলম্বোতে রর. নভেম্বর ১৯৮১, কাঠমান্ডুতে ররর. আগস্ট ১৯৮২, ইসলামাবাদে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ২৭. জলবায়ুর পরিবর্তনের মূল কারণ হলো- ক) বায়ুম-লের তাপ বৃদ্ধি খ) সমুদ্রের তলদেশ ভরাট হওয়া গ) সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি ঘ) নদনদীতে কারখানার বর্জ্য নিষ্কাশন ২৮. খসড়া সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? ক) রাজিয়া বানু খ) আনোয়ারা বেগম গ) নূরজাহান মোরশেদ ঘ) বদরুন্নেসা আহমেদ ২৯. প্রথম সার্ক শীর্ষ সম্মেলনে উপস্থিত ছিল- ক) ৪টি খ) ৫টি গ) ৬টি ঘ) ৭টি ৩০. জাতিসংঘের এইডসবিষয়ক সংস্থা কোনটি? ক) টঘউচ খ) টঘঊঝঈঙ গ) টঘওঈঊঋ ঘ) টঘঅওউঝ ৩১. বাংলাদেশ সর্ব দক্ষিণের উপজেলা- ক) থানছি খ) টেকনাফ গ) হিমছড়ি ঘ) শিবগঞ্জ ৩২. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান এ পর্যন্ত কত বার সংশোধন করা হয়? ক) ৩০ বার খ) ৪০ বার গ) ৫০ বার ঘ) ৬০ বার ৩৩. দুর্নীতি দমন কমিশনের কমিশনারদের মেয়াদকাল কত বছর? ক) ২ বছর খ) ৩ বছর গ) ৪ বছর ঘ) ৫ বছর ৩৪. কখন গণপরিষদের প্রথম অধিবেশন বলে? ক) ২৬ মার্চ, ১৯৭২ খ) ১০ এপ্রিল, ১৯৭২ গ) ১০ মে, ১৯৭২ ঘ) ১০ জুন, ১৯৭২ ৩৫. উপজেলা পরিষদ কী ধরনের সংস্থা? ক) স্থানীয় প্রশাসনিক খ) স্থানীয় শাসিত সংস্থা গ) স্থানীয় দলীয় সংস্থা ঘ) স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা ৩৬. কর্মকমিশনের রিপোর্ট পেশ করা হয় কার নিকট? ক) রাষ্ট্রপতির নিকট খ) প্রধানমন্ত্রীর নিকট গ) প্রধান বিচারপতির নিকট ঘ) স্পীকারের নিকট ৩৭. ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সদস দপ্তর অবস্থিত- ক) ফ্রাঙ্কফুর্ট খ) প্যারিস গ) জেনেভা ঘ) ব্রাসেলস ৩৮. সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র অবস্থিতÑ ক) ঢাকা খ) থিম্পু গ) কাঠমান্ডু ঘ) দিল্লি ৩৯. ‘লাঙ্গল যার জমি তার’কে সেøাগানটি দিয়েছিলেন? ক) মওলানা ভাসানী খ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ) বঙ্গবন্ধু শেখ মুজিব ঘ) এ কে ফজলুল হক ৪০. জেলা প্রশাসক জেলার উন্নয়মূলক কাজে যা করেন তা হলো- র. উৎসাহ যোগান রর. প্রয়োজনীয় সহযোগিতহা প্রদান করেন ররর. প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করেন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৪১. কোন শাসনব্যবস্থায় জনগণের নির্বাচিত প্রতিনিধিরা অংশগ্রহণ করে? ক) স্থানীয় স্বায়ত্তশাসিত শাসনব্যবস্থায় খ) স্থানীয় শাসনব্যবস্থায় গ) স্থানীয় দলীয় শাসনব্যবস্থায় ঘ) স্থানীয় জাতিগত শাসনব্যবস্থায় ৪২. প্রজাতন্ত্রের সরকারি হিসাব ও সকল কর্মচারীর হিসাব নিরীক্ষণ ও রিপোর্ট প্রদান করেনÑ ক) মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক খ) অর্থমন্ত্রী গ) অর্থ সচিব ঘ) হিসাব নিরীক্ষক ৪৩. ১৯৬৬ সালের ৬ দফার প্রথম দফায় যেসব দাবি নিহিত ছিল তা হলো- র. যুক্তরাষ্ট্রীয় সরকার হবে সংসদীয় প্রকৃতির রর. সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে সকল নির্বাচন অনুষ্ঠিত হবে ররর. আইনসভাগুলোর সার্বভৌম থাকবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর সঠিক উত্তর : ২৪. (ঘ) ২৫. (গ) ২৬. (ঘ) ২৭. (ক) ২৮. (ক) ২৯. (ঘ) ৩০. (ঘ) ৩১. (খ) ৩২. (ক) ৩৩. (গ) ৩৪. (খ) ৩৫. (ঘ) ৩৬. (ক) ৩৭. (ক) ৩৮. (ক) ৩৯. (ঘ) ৪০. (ঘ) ৪১. (খ) ৪২. (ক) ৪৩. (ঘ)
×