ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইতিহাস ১ম পত্র

একাদশ শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:০৭, ২৯ ডিসেম্বর ২০১৫

একাদশ শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১৭. ইংরেজরা বাণিজ্য কুঠি স্থাপন করে- র. সুরাটে রর. বালেশ্বরে ররর. কাশিমবাজারে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৮. সিরাজউদ্দৌলা কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন? ক) ২১ বছর খ) ২৩ বছর গ) ২৭ বছর ঘ) ৩০ বছর ১৯. কত তারিখে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করা হয়? ক) ২৬ মার্চ ১৯৭১ খ) ১৬ ডিসেম্বর ১৯৭২ গ) ২৫ মার্চ ১৯৭১ ঘ) ১০ এপ্রিল ১৯৭৫ ২০. বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে কোন দেশ সরাসরি সমর্থন জানায়? ক) পাকিস্তান খ) আমেরিকা গ) ব্রিটেন ঘ) ভারত ২১. কত সালে জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব দেয়া হয়? ক) ১৯৯৬ খ) ১৯৯৮ গ) ২০০০ ঘ) ২০০২ ২২. লর্ড কার্জনের সময়কাল কোনটি? ক) ১৮৯৯-১৯০৫ খ) ১৮৯৯-১৯০৬ গ) ১৯০০-১৯০৫ ঘ) ১৯০১-১৯০৬ ২৩. পূর্ব বাংলার পরিবর্তন করে পূর্ব পাকিস্তান রাখা হয় কত সালে? ক) ১৯৪৯ খ) ১৯৫১ গ) ১৯৫৩ ঘ) ১৯৫৫ ২৪. রেডক্রসের সদর দপ্তর কোথায়? ক) লন্ডন খ) রোম গ) নিউইয়র্ক ঘ) জেনেভা ২৫. ভারত কবে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে? ক) ১৯৭১ সালের ৩ ডিসেম্বর খ) ১৯৭১ সালের ৬ ডিসেম্বর গ) ১৯৭১ সালের ৯ ডিসেম্বর ঘ) ১৯৭১ সালের ১২ ডিসেম্বর ২৬. মওলানা ভাসানী ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করে কবে? ক) ১৯৪৯ সালে খ) ১৯৫৫ সালে গ) ১৯৫৭ সালে ঘ) ১৯৬০ সালে ২৭. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জন্য চলচ্চিত্র নির্মাণ করেছেন- র. ঋত্বিক ঘটক রর. মকবুল ফিদা ররর. শুকদেব আর মেহতারা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৮. বাংলাদেশে একমাত্র নৌ সেক্টর কোনটি? ক) ৮নং খ) ৯ নং গ) ১০ নং ঘ) ১১ নং ২৯. হোয়াইল হেমার ওয়াডারল্যান্ড কোন দেশের নাগরিক? ক) ব্রিটেন খ) আমেরিকা গ) অস্ট্রেলিয়া ঘ) আফ্রিকা ৩০. উপমহাদেশের ভবিষ্যৎ সংবিধানের খসড়া তৈরি করে কোন কমিশন? ক) নাথান কমিশন খ) ব্রিটিশ কমিশন গ) ব্রেকার কমিশন ঘ) সাইমন কমিশন ৩১. মহীশুর রাজ্যের প্রতিষ্ঠাতা কে? ক) তিতুমীর খ) নিসার আলী গ) মজনু শাহ ঘ) হায়দার আলী ৩২. সুয়েজ খাল কোথায় অবস্থিত? ক) আলবেনিয়ায় খ) ইথিওপিয়ায় গ) তিউনেশিয়ায় ঘ) মিসরে ৩৩. ভাষা সৈনিক বলতে কী বোঝায়? ক) দেশের জন্য যারা লড়াই করেছে খ) স্বাধীনতার জন্য যারা লড়াই করেছে গ) ভাষার জন্য যারা সংগ্রাম করেছে ঘ) তরুণ সাহসী সৈনিকদের ৩৪. আইয়ুব খান সরকারের অন্যতম বৈশিষ্ট্য ছিল কোনটি? ক) সমাজতান্ত্রিকতা খ) স্বৈরতান্ত্রিকতা গ) সামন্ততান্ত্রিকতা ঘ) রাজতান্ত্রিকতা ৩৫. সাবেক সোভিয়েত ইউনিয়নের (বর্তমান রাশিয়া) রাজধানী কোনটি? ক) মোগাদিসু খ) তাসখন্দ গ) নাইরোবি ঘ) মস্কো ৩৬. মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী গেরিলা দল কোথায় যুদ্ধ করেছে? ক) চট্টগ্রাম খ) ময়মনসিংহ গ) ঢাকা ঘ) দিনাজপুর সঠিক উত্তর: ১৭. (ঘ) ১৮. (খ) ১৯. (ক) ২০. (ঘ) ২১. (খ) ২২. (ক) ২৩. (ঘ) ২৪. (ঘ) ২৫. (খ) ২৬. (গ) ২৭. (খ) ২৮. (গ) ২৯. (গ) ৩০. (ঘ) ৩১. (ঘ) ৩২. (ঘ) ৩৩. (গ) ৩৪. (খ) ৩৫. (ঘ) ৩৬. (গ)
×