ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ২০:০০, ২৯ ডিসেম্বর ২০১৫

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ আজ মঙ্গলবার সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়া থানাধীন ‘শিমুলতলা’ বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় দু’ পোশাক শ্রমিক আহত হওয়ার জের ধরে অন্যান্য শ্রমিকরা ঘন্টাখানেক মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে তাদেরকে তাড়িয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। জানা গেছে, সকালে শিমুলতলা বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় ‘নাভা নীট’ পোশাক কারখানার শ্রমিক শরিফুল ও ‘দি ড্রেস এন্ড দি আইডিয়াল’ এর শ্রমিক মুরাদ একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হয়। এ ঘটনার জের ধরে অন্যান্য শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে একটি বাসে অগ্নিসংযোগ ও একই সাথে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। খবর পেয়ে আশুলিয়া শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আহত দু’ শ্রমিককে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
×