ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আমতলী গাজীপুরে ৩০ হাজার লোকের জন্য একটি মাত্র গণশৌচাগার

প্রকাশিত: ২২:৪৮, ২৯ ডিসেম্বর ২০১৫

আমতলী গাজীপুরে ৩০ হাজার লোকের জন্য একটি মাত্র গণশৌচাগার

নিজস্ব সংবাদদাতা,আমতলী, (বরগুনা)॥ বরগুনার আমতলী উপজেলার সর্ববৃহৎ গাজীপুর বন্দরের ৩০ হাজার লোকের জন্য একটি মাত্র গণ শৌচাগার। এতে হাটে আসা মানুষের চরম দূর্ভোগে পোহাতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ বছরের পর বছর গণশৌচাগারটি পরিত্যাক্ত অবস্থায় পরে থাকলেও কোন সংস্কার হচ্ছে না। আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি মো.হারুন অর-রশিদ গণশৌচাগারের বেহাল অবস্থার কথা স্বীকার করে বলেন অল্প দিনের মধ্যেই নতুনভাবে নির্মাণ করা হবে। আমতলী জণস্বাস্থ্য প্রকৌশলী রেজাউল কবির জানান কোন প্রজেক্ট এলে ওখানে গণশৌচাগার নির্মাণ করা হবে।
×