ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুঙ্গিপাড়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধে তিন নারী আহত

প্রকাশিত: ২৩:৪৫, ২৯ ডিসেম্বর ২০১৫

টুঙ্গিপাড়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধে তিন নারী আহত

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় তিন নারী মারাত্মকভাবে আহত হয়েছেন। মঙ্গলবার সকালে তাদেরকে মারধরসহ পানি ও কাঁদা মাটিতে চুবিয়ে চরমভাবে লাঞ্ছিত করা হয়েছে। এরা হলেন, স্থানীয় মন্মথ বাড়ৈ’র স্ত্রী মায়া বাড়ৈ (২৮) এবং দু’ভাইয়ের স্ত্রী পুতুল বাড়ৈ (২৪) ও সুনীতি বাড়ৈ (২২)। এ ঘটনায় এলাকায় সাধারণ জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তকারী কর্মকর্তা টুঙ্গিপাড়া থানার এসআই মীর্জা জাহাঙ্গীর জানান, এসব সম্পত্তি সিএস ও আরএস রেকর্ডে মন্মথদের পূর্ব-পুরুষের নাম রয়েছে। কিন্তু বিআরএস রেকর্ডে বিমলের বাড়ৈর নাম অন্তর্ভূক্ত হয়েছে। যেহেতু জমিতে ১৪৪ ধারা জারি আছে, সকলের স্থিতিবস্থা বজায় রাখাই উচিত ছিল।
×