ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জামায়াতের সাবেক এমপির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ১৮ ফেব্রুয়ারি

প্রকাশিত: ২৩:৫১, ২৯ ডিসেম্বর ২০১৫

জামায়াতের সাবেক এমপির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ১৮ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার জামায়াতের সাবেক এমপি আবু সালেহ মুহাম্মদ আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজসহ (৬৫) ছয়জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের জন্য ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন বেঞ্চ মঙ্গলবার এ দিন ধার্য করেন। এর আগে ওই ছয়জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য সময় আবেদন করেন প্রসিকিউটর হায়দার আলী। ২৭ ডিসেম্বর ওই ছয়জনের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ঘোড়ামারা আজিজ ছাড়া অন্য আসামিরা হলেন— মো. রুহুল আমিন ওরফে মঞ্জু (৬১), মো. আব্দুল লতিফ (৬১), আবু মুসলিম মোহাম্মদ আলী (৫৯), মো. নাজমুল হুদা (৬০) ও মো. আব্দুর রহিম মিঞা (৬২)। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৬ নভেম্বর ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আসামিরা সবাই পলাতক। তাদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন ও অপহরণের তিনটি অভিযোগ আনা হয়েছে। ২০১৪ সালের ২৬ অক্টোবর আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ওই বছরের ২৭ ডিসেম্বর তদন্তকাজ সম্পন্ন হয়।
×